হোম > খেলা > ক্রিকেট

ভারত সফরেও আফগানদের কোচের দায়িত্বে ট্রট

২০২৩ বিশ্বকাপে জোনাথন ট্রটের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আফগানিস্তান ক্রিকেট দল। সেমিফাইনালে না উঠলেও তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে আফগানরা। কয়েক মাস পর শুরু হতে যাওয়া এবার আরেক আইসিসি ইভেন্টের আগে সুখবর পেলেন ট্রট। আফগানদের সঙ্গে এবার চুক্তির মেয়াদ বাড়ল ট্রটের। 

২০২২-এর জুলাইয়ে ট্রটকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত পরশু ২০২৩ সাল শেষ হওয়ার সঙ্গেই তাঁর ১৮ মাসের মেয়াদ শেষ হয়। এবার এসিবি তাঁর সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। বর্তমানে আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এরপর ১১ থেকে ১৭ জানুয়ারি-ভারত সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। ট্রটের চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে এসিবি এক বিবৃতিতে গতকাল বলেছে, ‘১৮ মাস সফলতার সঙ্গে কাটানোর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে দলের উন্নয়নে তিনি দারুণ অবদান রেখেছেন। জনাব জোনাথন ট্রট তার চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে দলের সঙ্গে আরও বেশি কাজ করতে মুখিয়ে আছেন।’ 

ট্রটের প্রথম মেয়াদের ১৮ মাস সময়ে তিন সংস্করণ মিলে আফগানিস্তান খেলেছে ৫০ ম্যাচ। ৫০ ম্যাচে আফগানরা জিতেছে ১৯ ম্যাচ, হেরেছে ২৯ ম্যাচ ও বৃষ্টিতে ভেসে গেছে ২ ম্যাচ। ট্রটের সময় বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে জিতেছে ৪ ম্যাচ, যা ছিল তাদের এক বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ জয়। নিজেদের তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা আফগানরা জিতেছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ৩ উইকেটের জয় পেলেও আফগানরা বেশ চাপে রেখেছিল। ২৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৯১ রানেই হারিয়েছিল ৭ উইকেট। সব মিলে ১৮ মাসে আফগানরা ২৩ ওয়ানডে খেলে জিতেছিল ৮ ম্যাচ। 

টি-টোয়েন্টিতে ট্রটের প্রথম মেয়াদে আফগানরা ২৬ ম্যাচ খেলে জিতেছিল ১১ ম্যাচ। যার মধ্যে রয়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচ আফগানরা জিতলেও গত পরশু বছরের শেষ দিনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যায় আফগানিস্তান। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন