হোম > খেলা > ক্রিকেট

সাকিব এ কেমন ইনিংস খেললেন

ক্রীড়া ডেস্ক   

১৯ বলে ২৯ রান করলেও সাকিবের এই ইনিংস কোনো কাজে আসেনি বাংলা টাইগার্সের জন্য। ছবি: ফেসবুক

বাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

শেখ জায়েদ স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে আজ সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত থেকেছেন। কিন্তু তাঁর এই স্কোর জয় তো দূরে থাক, আজমান বোল্টসের স্কোরের ধারেকাছেও বাংলা টাইগার্সকে নিয়ে যেতে পারেনি। আবুধাবি টি-টেনের চলতি মৌসুমে এবার সাকিবের দল হেরেছে ৩১ রানে।

১৩৪ রানের লক্ষ্যে নামা বাংলা টাইগার্সের স্কোর একপর্যায়ে হয়ে যায় ৭ ওভারে ৫ উইকেটে ৬১ রান। হাত থেকে ম্যাচ প্রায় ফস্কে যাওয়ার পর ঘুম ভাঙল সাকিবের দলের। শেষ তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থেমে যায় দলটির ইনিংস। বাংলা টাইগার্সের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি। আজমান বোল্টসের মুহাম্মদ মোহসিন নিয়েছেন ২ উইকেট। ২ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাটিং পাওয়া আজমান বোল্টস নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অ্যালেক্স হেলস। ৩০ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মারেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব। আজমানের ওপেনার শেভন দানিয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। বাংলা টাইগার্স অধিনায়ক ২ ওভার বোলিংয়ে খরচ করেন ১৭ রান।

প্রথম দুই ম্যাচ হেরে এবারের আবুধাবি টি-টেন শুরু করেছিল বাংলা টাইগার্স। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। জয়ের ধারায় থাকা টাইগার্স আজ আবার হেরে বসল। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ৪ পয়েন্ট এখন সাকিবের দলের।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন