হোম > খেলা > ক্রিকেট

পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রাজা

ক্রীড়া ডেস্ক

ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া যেন সিকান্দার রাজার কাছে এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। গতকাল পার্থে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচেও হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। আর এই অনুপ্রেরণা পেয়েছিলেন রিকি পন্টিংয়ের কাছ থেকে।

গতকাল ম্যাচের আগে সকালে পন্টিংয়ের কাছ থেকে বার্তা পেয়েছিলেন রাজা। পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন রাজা। ম্যাচ শেষে জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আমি জানতাম আজ (গতকাল) সকালে আমাকে একটা ছোট ক্লিপ পাঠানো হয়েছিল এবং এটা পন্টিং পাঠিয়েছিলেন। আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিছুটা চাপেও ছিলাম। আজকের ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। অনুপ্রেরণা সেখানেই ছিল। তবে যদি সামান্য পুশ করারও দরকার হতো, আমি মনে করি সেটা এই ক্লিপ থেকেই পেয়েছি। পন্টিংকে তাই অনেক ধন্যবাদ।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করছেন রাজা। জিম্বাবুয়ের তিন জয়ের তিনটিতেই হয়েছেন ম্যাচ-সেরা। পাঁচ ম্যাচে করেছেন ১৪৫ রান। গড় ২৯ এবং স্ট্রাইক রেট ১৪৯.৪৮। একটা ফিফটিও করেছেন। আর বোলিংয়ে নিয়েছেন ৮ উইকেট। বোলিং গড় ১২.১৩ এবং ইকোনমি ৬.০৬।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন