হোম > খেলা > ক্রিকেট

পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রাজা

ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া যেন সিকান্দার রাজার কাছে এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। গতকাল পার্থে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচেও হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। আর এই অনুপ্রেরণা পেয়েছিলেন রিকি পন্টিংয়ের কাছ থেকে।

গতকাল ম্যাচের আগে সকালে পন্টিংয়ের কাছ থেকে বার্তা পেয়েছিলেন রাজা। পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন রাজা। ম্যাচ শেষে জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আমি জানতাম আজ (গতকাল) সকালে আমাকে একটা ছোট ক্লিপ পাঠানো হয়েছিল এবং এটা পন্টিং পাঠিয়েছিলেন। আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিছুটা চাপেও ছিলাম। আজকের ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। অনুপ্রেরণা সেখানেই ছিল। তবে যদি সামান্য পুশ করারও দরকার হতো, আমি মনে করি সেটা এই ক্লিপ থেকেই পেয়েছি। পন্টিংকে তাই অনেক ধন্যবাদ।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করছেন রাজা। জিম্বাবুয়ের তিন জয়ের তিনটিতেই হয়েছেন ম্যাচ-সেরা। পাঁচ ম্যাচে করেছেন ১৪৫ রান। গড় ২৯ এবং স্ট্রাইক রেট ১৪৯.৪৮। একটা ফিফটিও করেছেন। আর বোলিংয়ে নিয়েছেন ৮ উইকেট। বোলিং গড় ১২.১৩ এবং ইকোনমি ৬.০৬।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ