হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ভুলে যাওয়ার যে রেকর্ডে ভাগ বসাল ইংল্যান্ড

মেলবোর্নে আজ সাতসকালে গুটিয়ে গিয়ে টানা তৃতীয় টেস্ট হারল ইংল্যান্ড। ইনিংস ও ১৪ রানের এই হারে সিরিজের সঙ্গে অ্যাশেজ শিরোপাও খুইয়েছে জো রুটের দল। এই প্রথম টানা তিন টেস্ট হেরে অ্যাশেজ সিরিজ হাতছাড়া করেছে ইংলিশরা। 

টানা তিন হারে একই সঙ্গে একটি রেকর্ডও নাম উঠেছে ইংল্যান্ডের। রেকর্ডটা অবশ্য পারলে ভুলে থাকতে চাইবেন রুটরা। যে রেকর্ডে ইংলিশরা সঙ্গী হয়েছে বাংলাদেশের। টেস্টে এক পঞ্জিকাবর্ষে এর আগে সবচেয়ে বেশি ৯টি হার ছিল বাংলাদেশের দখলে। এবার সেখানে যোগ হয়েছে ইংল্যান্ডের নাম। 

১৮ বছর আগে ২০০৩ সালে এক পঞ্জিকাবর্ষে এতগুলো টেস্ট হেরেছিল খালেদ মাহমুদ সুজনের বাংলাদেশ। ২০২১ সালে এসে সেই রেকর্ডে যে ইংল্যান্ডের নাম উঠবে, ব্যাপারটা অবিশ্বাস্যই বটে। তবে এ বছর রুটের দল পারফরম্যান্স দেখলে অবশ্য অবাক হওয়ার কিছু থাকবে না। 

এ বছর নিজেদের সেরা ফর্মে নেই ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের সবচেয়ে প্রাচীন দুই দলের একটি তারা। অন্যদের চেয়ে বছরে বেশি টেস্ট খেলার সুযোগ পায় ইংলিশরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর ১৫টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জিতেছে তার ৪ টিতে। ড্র করেছে দুটি টেস্ট। বাকি ৯ টেস্টেই পরাজয় বরণ করতে হয়েছে। 

অন্যদিকে ২০০৩ সালে ৯টা টেস্ট খেলেছিল বাংলাদেশ। সবগুলোতে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল সুজনের দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হেরে যার শুরুটা হয়েছিল। প্রোটিয়াদের কাছে দুই টেস্টে হোয়াইটওয়াশ, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ২ টেস্টে হোয়াইটওয়াশ। সেখান থেকে পাকিস্তান সফরে গিয়ে তিন টেস্টের তিনটিতেই হার। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে দুই টেস্টের সিরিজে হেরে যার ষোলোকলা পূর্ণ হয়েছিল। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ