হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে ইংল্যান্ডের হারের পর ভোল পাল্টালেন ভন

ভারতের ম্যাচ নিয়ে মাইকেল ভনের কিছু বলা যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। এখন যেখানে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, তখন আরও বেশি সামাজিকমাধ্যমে সরব থাকছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কথার সুরও বদলে যাচ্ছে মুহূর্তেই। 

২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। প্রথম দিনের প্রথম সেশন ইংল্যান্ড যখন ৫ উইকেটে ১১২ রানে শেষ করেছিল, তখন ভনের টুইট ছিল, ‘এই পিচ দেখে ভয়ানক মনে হচ্ছে।’ এরপর নানা পরিক্রমায় ম্যাচ গতকাল শেষ হয়েছে চতুর্থ দিনে। ইংল্যান্ডের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৫ উইকেটে ম্যাচ জিতেছে। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতও করে ভারতীয়রা। সিরিজের চারটা টেস্টেরই ফল অবশ্য এসেছে চার দিনে। ভারত-ইংল্যান্ড চতুর্থ ম্যাচ শেষে গতকাল ভন টুইট করেন, ‘ম্যাচ শুরুর সময় পিচটা দেখে মনে হয়েছিল সেটা জঘন্য হতে যাচ্ছে। তবে আমার এখন বলতে হচ্ছে একটা পিচে আপনি যেমনটা আশা করেন, সেটাই ছিল। ব্যাট ও বলে দারুণ ভারসাম্য হয়েছে। রাঁচির গ্রাউন্ডস্টাফদের ধন্যবাদ।’ 

জো রুটের সেঞ্চুরিতে রাঁচিতে প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ভারত এরপর তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৭ রানে। ৪৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের একটা পর্যায়ে স্কোর ছিল ৩ উইকেটে ১১০ রান। সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়া ইংল্যান্ড অলআউট হয়েছে ১৪৫ রানে। ম্যাচ শেষে ক্রিকবাজে ভন বলেন, ‘ইংল্যান্ডের লড়াকু মানসিকতার দোষ আমি দিচ্ছি না। তবে আমি যেটা বলতে পারি যে তারা ব্যাটিংয়ে আরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারত। ব্যাটিংটা তাদের ভুগিয়েছে। তারা ৫ উইকেটে ১২০ রান ছিল ও উইকেট যেমনই হোক, তারা ৩৫ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে। আমার মতে সেখানেই তারা ম্যাচটা হেরেছে। আরও ৬০-৭০ রান করতে পারলে ইংল্যান্ড ম্যাচটা জিততে পারত।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন