হোম > খেলা > ক্রিকেট

অতীত ভুলে নতুন সিরিজ নতুন উদ্যমে শুরুর আশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতীত নিয়ে ভাবতে চান না তাওহীদ হৃদয়। ছবি: আজকের পত্রিকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। দুই টেস্টের দুটিতেই হেরেছে বাজেভাবে। ভুলে যাওয়ার মতো সিরিজটি শেষ হতে না হতেই এবার ক্রিকেটারদের সামনে আফগান সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে ৬ নভেম্বর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন এই সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান তাওহীদ হৃদয়।

সবকিছু ঠিক থাকলে আমিরাতের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় বাংলাদেশ দলের একাংশের উড়াল দেওয়ার কথা। সিরিজ খেলতে যাওয়ার আগে সিরিজ নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের মিডল অর্ডার ব্যাটার হৃদয়। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, অতীত নিয়ে ভাবার কিছু নেই।’

ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতে তুলনামূলকভাবে শক্তিশালী বাংলাদেশ। তাই আফগান সিরিজে ভালো শুরুর আশা হৃদয়ের, ‘আশা রাখি ভালোভাবেই শুরু করতে পারব। আমরা বরাবরই এ ফরম্যাটে ভালো খেলে থাকি। আমরা ভালোভাবে শুরু করতে চাই। আমাদের দলের যে সামর্থ্য, সে অনুযায়ী খেলতে পারি ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’

কিন্তু সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাটা বাংলাদেশ ক্রিকেট দলের পুরোনো রোগ। তা ছাড়া সীমিত ওভারে আফগানরাও ভালো ক্রিকেট খেলে থাকে। উল্টো পরিসংখ্যান বলছে, দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানরাই হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে এসে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে দেশে ফিরেছিল তারা।

তবে নিজেদের ওপর আস্থা রাখছেন হৃদয়, ‘আমরা দিনটা কীভাবে শুরু করব, ওটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আগে শারজাহতে খেলিনি। তবে আমাদের দলের বেশির ভাগ ক্রিকেটারই ওখানে খেলেছে। তাদের জন্য কাজটা কঠিন হবে না।’ ৬ নভেম্বর শুরু হতে যাওয়ার সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন