হোম > খেলা > ক্রিকেট

লস অ্যাঞ্জেলেসে ক্রিকেট স্টেডিয়াম বানাবেন শাহরুখরা 

ক্রীড়া ডেস্ক

শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এবার আমেরিকায় স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে। নাইট কর্ণধার শাহরুখ নিজেই এ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমরা মেজর লিগ ক্রিকেটে বিনিয়োগ করতে চলেছি। গ্রেট পার্কে ১৫ একর জমিতে হচ্ছে স্টেডিয়ামটি। ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি নির্মাণ করা হবে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি সাউথ ক্যালিফোর্নিয়ায়। 

নাইট রাইডার্স গ্রুপের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিতে গিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্রিকেট আকর্ষণীয় খেলা হিসেবে পরিচিতি পাবে—এই বিশ্বাস থেকেই আমরা আমেরিকার এমএলসিতে বিনিয়োগ করেছি এবং সেখানে স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে নাইট রাইডার্সকে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে আমরা স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছি।’ 

স্টেডিয়াম নির্মাণের ইতিবাচক প্রভাব নিয়ে আত্মবিশ্বাসী শাহরুখ খান। এই স্টেডিয়ামে থাকছে স্টেট-অব-দ্য আর্ট ট্রেনিংয়ের পরিকাঠামো, আইসিসির নির্দেশনা মেনে আন্তর্জাতিক মানের পিচ, ফ্লাডলাইট, লকার রুম, নির্দিষ্ট পার্কিং, বিশ্রাম নেওয়া ও খেলা দেখার ব্যবস্থা। যে পরিকল্পনা নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই স্টেডিয়াম তৈরি হয়েছে, সেটি ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে মনে করছেন মেজর লিগ ক্রিকেটের কো-ফাউন্ডারের কর্তারা। 

শুধু মেজর লিগ ক্রিকেট কিংবা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারের উদ্দেশ্যেই এই স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে না। আরও দুটি বড় উদ্দেশ্য আছে। ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ম্যাচ পেতে গেলে এই স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে হবে। 

স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত স্থানটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অরেঞ্জ কাউন্টিতে। ইরভাইস শহরের গ্রেট পার্কে নির্মাণ করা হবে স্টেডিয়ামটি। এমএলসি সূত্র থেকে জানা যাচ্ছে, পুরোপুরি নতুন করে স্টেডিয়ামটি নির্মাণ করতে খরচ হতে পারে প্রায় ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার) ।

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

সেকশন