হোম > খেলা > ক্রিকেট

হংকংকে উড়িয়ে হেসেখেলে সেমিতে পাকিস্তান 

এশিয়ান গেমস ক্রিকেটে আজ দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে দুইরকম। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত-নেপাল ম্যাচ হয়েছিল হাইস্কোরিং। পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়েছে কিছুটা একপেশে। হংকংকে ৬৮ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। 

১৬১ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় হংকং। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হংকং ওপেনার মুহাম্মদ খানকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। ১.৫ ওভারে হংকংয়ের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। এরপর উইকেটে আসেন বাবর হায়াত। হংকংয়ের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে অধিনায়ক নিজাকাত খান ও শিব মাথুরের সঙ্গে ১৯ রান ও ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন বাবর। 

তবে বাবর ফেরার পরই পথ হারায় হংকং। ৫৪ থেকে ৯২-৩৮ রান তুলতে শেষ ৮ উইকেট হারায় তারা। ১৮.৫ ওভারেই তারা অলআউট হয়ে যায়। পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন খুশদিল শাহ। ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কাসিম আকরাম, সুফিয়ান মুকিম ও মিনহাস। 
 
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হংকং অধিনায়ক নিজাকাত। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন আমির জামাল। ১৬ বলের ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। হংকংয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ গজনফার।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন