হোম > খেলা > ক্রিকেট

খুলনার তারকা ক্রিকেটারের জায়গা হলো না লঙ্কান দলে

মাঠের ক্রিকেটে সময় খুব একটা ভালো যাচ্ছে না দাসুন শানাকার। আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএলের খুলনা টাইগার্স—কোথাও তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার ছাপ নেই। ফর্মহীনতায় ভুগতে থাকা এই অলরাউন্ডার এবার শ্রীলঙ্কা দল থেকেই বাদ পড়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। লেগস্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা থাকছেন স্পিন আক্রমণের নেতৃত্বে। স্পিন বোলিংয়ে আরও থাকছেন মাহিশ তিকশানা, আকিলা ধনাঞ্জয়া ও দুনিথ ভেল্লালাগে। যার মধ্যে ভেল্লালাগে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। মেন্ডিসের নেতৃত্বাধীন দলে ফিরেছেন চামিকা করুনারত্নে। এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলে করুণারত্নে করেছেন ৪৫১ রান। গড় ২৫.০৫ ও স্ট্রাইকরেট ৭৮.৪৩। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ৯ নভেম্বর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ব্যাটিংয়ে মেন্ডিসের পাশাপাশি পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, শেভন ড্যানিয়েলের মতো ব্যাটাররা থাকছেন আফগানিস্তান সিরিজে। ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটাই ড্যানিয়েলের ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে। 

২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন শানাকা। চোটে পড়ে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেছেন তিনি। শানাকার পরিবর্তে মেন্ডিসের কাধেই পড়ে লঙ্কান দলের নেতৃত্ব। মেন্ডিসের নেতৃত্বেই শ্রীলঙ্কা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলে। সেই সিরিজের আগেই শ্রীলঙ্কার সীমিত ওভারের দল থেকে অধিনায়কত্ব হারিয়েছেন শানাকা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেন ৮ ও ৭ রান। এরপর তৃতীয় ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েছেন তিনি। ২০২৩-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৬ ওয়ানডেতে শানাকা করেছেন ৩৫৩ রান। গড় ও স্ট্রাইকরেট ১৭.৬৫ ও ৮৫.৮৮।  

২০২৪ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন ৩ ম্যাচ। ২৩ গড় ও ১০০ স্ট্রাইকরেটে করেন ৪৬ রান। ৮.২৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট ও ৪০ রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রথম ওয়ানডে। একই মাঠে ১১ ও ১৪ ফেব্রুয়ারি।

 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার দল:

কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাশশিগে, শেভন ড্যানিয়েল, জানিথ লিয়ানাগে, চামিকা করুনারত্নে, মাহিশ তিকশানা, দিলশান মাদুশঙ্ক, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা

 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ