Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

শিশির-জ্যোতিরাও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক    

শিশির-জ্যোতিরাও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা
এক ফ্রেমে সাকিব আল হাসানের পরিবার। ছবি: ফেসবুক

সামাজিক মাধ্যমে আজ চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ মোবারক। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের পাশাপাশি ম্যানচেস্টার সিটিও জানিয়েছে ঈদের শুভেচ্ছা। ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনে ভেদাভেদ ভুলে উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। অনেকেই সেই মুহূর্ত ক্যামেরায় ধারণ করে ফেসবুকে পোস্ট করছেন।

নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের মতো সাকিব আল হাসানও ঈদ কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ঈদ মুবারক।’ সেই ছবি সাকিব, শিশির এবং তাঁদের দুই মেয়ে আলাইন আল হাসান, ইরাম হাসান ও ছেলে আইজাহ আল হাসান—পরিবারের পাঁচ সদস্যই সেখানে রয়েছেন।

নিগার সুলতানা জ্যোতি বলছেন, ‘ঈদ মুবারক’। ছবি: ফেসবুক
নিগার সুলতানা জ্যোতি বলছেন, ‘ঈদ মুবারক’। ছবি: ফেসবুক

শান্ত, তাসকিনরা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ছুটি পেয়ে ঈদের আনন্দ উপভোগ করলেও ছুটি পাননি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁরা ঈদের আনন্দ উপভোগ করেছেন প্রস্তুতি ক্যাম্পে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জ্যোতি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মুবারক।’

মারুফা আকতার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘ঈদের দিন’ ক্যাপশনে পাঁচটি ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটিতে মিরপুর শেরেবাংলার সামনে আছেন নারী ক্রিকেটাররা। একটিতে জ্যোতির সঙ্গে ছবি তুলেছেন। কখনোবা ছবি তুলেছেন একা।

ঈদের দিন মিরপুর শেরেবাংলায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ছবি: ফেসবুক

মিরপুর শেরেবাংলায় আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান। বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। ১৭ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি হিসেবে ৫ ও ৭ এপ্রিল দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। ছয় দলের এই বিশ্বকাপ বাছাইপর্ব হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। বাছাইপর্ব থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি দুই তারকা ফুটবলার হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

যে রেকর্ডে মোস্তাফিজকে টপকালেন বুমরা, সবার ওপরে কে

‘সেঞ্চুরিতে’ পাকিস্তানি ক্রিকেটারের নতুন রেকর্ড, আরও পেছালেন রিশাদ

বাংলাদেশের এমন ক্রিকেটে কীভাবে বাড়বে ব্র্যান্ড ভ্যালু

‘দোষ শান্তর একার নয়, জিম্বাবুয়ের কাছে হার পুরো বাংলাদেশের পরাজয়’

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও