Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

মাশরাফির চোখে ধোনির সঙ্গে পান্ডিয়ার পার্থক্য যেখানে

ক্রীড়া ডেস্ক

মাশরাফির চোখে ধোনির সঙ্গে পান্ডিয়ার পার্থক্য যেখানে

বৃষ্টি বাগড়া দিলেও ২০২৩ আইপিএলের ফাইনাল রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে গতকাল চেন্নাই সুপার কিংসের ক্যাবিনেটে যোগ হয়েছে আরও এক আইপিএল শিরোপা। তবে মাশরাফি বিন মর্তুজার চোখে ফাইনালের পার্থক্য গড়ে দিয়েছে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব।

১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। উইকেটে ছিলেন শিবম দুবে ও জাদেজা। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে যখন ১০ রান দরকার, তখনই মোহিতকে ডেকে কিছু বললেন গুজরাটের অধিনায়ক পান্ডিয়া। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা ও চার মেরে চেন্নাইকে পঞ্চম আইপিএল শিরোপা এনে দেন জাদেজা। জাদেজার বীরত্বপূর্ণ ব্যাটিং ছাপিয়েও মাশরাফি এখানে টেনে এনেছেন মহেন্দ্র সিং ধোনি-হার্দিকের নেতৃত্বের তুলনা। তাঁর (মাশরাফি) মতে, দারুণ ছন্দে থাকা মোহিতকে হার্দিকের থামিয়ে দেওয়াটাই গুজরাটের নিশ্চিত শিরোপা হাতছাড়া হওয়ার কারণ। যেখানে এমন পরিস্থিতিতে ধোনি সচরাচর এমনটা করেন না। ফেসবুকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘প্রথম চারটা দারুণ বলের পরে মোহিতের ছন্দ নষ্ট করল, যেখানে মোমেন্টাম গুজরাটের পক্ষেই ছিল। অবশ্যই জাদেজার দুটি শটই নির্ধারণ করেছে, তবে চেন্নাইয়ের জেতার জন্য এবং জাদেজাকে মনোযোগী হওয়ার জন্য ওই সময়টুকুও গুজরাটকে শেষ করেছে। মাহির সঙ্গে হার্দিকের পার্থক্য এখানেই পরিষ্কার।’ 

এবারের আইপিএলেও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচও হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে করমর্দন করেননি হার্দিক ও ধোনি। মাশরাফি এখানে একটু রসিকতাই করলেন, ‘হার্দিক, তুমি উদ্বোধনী অনুষ্ঠানে ধোনির সঙ্গে এই মাঠেই হাত মেলাতে ভুলে গিয়েছিলে। আজ (গতকাল) সেই মাঠেই তোমাকে হারিয়ে হাত মিলিয়ে ট্রফিতে হাত দিয়ে দিল। এত দক্ষ মাথা থাকলে আসলেই টিম অনেক এগিয়ে থাকে। ধোনির এটা প্রাপ্য। অভিনন্দন চেন্নাই সুপার কিংস। ক্রিকেট সুন্দর থেকেও বেশি কিছু।’

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা