২৮৭ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে অলআউট মাত্র ৫৪ রানে! তাতেই রেকর্ড গড়া জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতে নিল আফগানিস্তান। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তারা সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ৫০ ওভারের ক্রিকেটে আফগানদের আগের সর্বোচ্চ রান ব্যবধানের জয়টি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শারজায় গত সেপ্টেম্বরে প্রোটিয়াদের ১৭৭ রানে হারিয়েছিল তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন শুধু দুই মিডলঅর্ডার ব্যাটার—শন উইলিয়ামস (১৬) ও সিকান্দার রাজা (১৯*)। জিম্বাবুয়েনদের গুঁড়িয়ে দিয়েছে আল্লাহ গজনফরের ঘূর্ণি ও নাভিদ জাদরানের তোপ। আফগানিস্তানের দুই বোলারই নিয়েছেন সমান ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার ফজলহক ফারুকি।
জিম্বাবুয়ের ব্যাটিং ধসের শুরু বেন কারেনকে দিয়ে। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানআউট হয়ে ফেরেন জিম্বাবুয়ে ওপেনার। সেখান থেকে ৪৫ রানেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। জিম্বাবুয়ে টিকতে পেরেছে মাত্র ১৭.৫ ওভার।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে আফগানিস্তানের স্কোরবোর্ডে ১৯১ রান জমা করেন সেদিকুল্লাহ আতাল ও আব্দুল মালিক। ৩৪.৬ ওভারে সেই জুটি ভাঙেন নিউম্যান নিউমহুরি। ১০১ বলে ৮৪ রানে বোল্ড হয়ে ফেরেন মালিক। নিউমহুরির বলেই ১২৮ বলে ১০৪ রানে ফেরেন আতাল। আফগান ওপেনারের ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছয়।
তিন শ’ পেরোনো ইনিংসের আশা জাগালেও শেষ দিকে জিম্বাবুয়ের বোলাররা সেটি আর করতে দেয়নি আফগানিস্তানকে। ৬ উইকেটে ২৮৬ রানে থামে তারা।