Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১১৬ রানে শেষ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১১৬ রানে শেষ পাকিস্তান
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ছবি: এসিসি

দুবাইয়ে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ৫০ ওভার ব্যাটিং তো অনেক দূরের কথা, স্কোরবোর্ডে ২০০ এমনকি ১৫০ রানও তুলতে পারেনি পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠতে ১১৭ রান করতে হবে বাংলাদেশকে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্ট জুড়ে ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা ভালো করছে। দুবাইয়ে আজ সেমিফাইনালেও আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ করেছে দুর্দান্ত বোলিং। ফিল্ডিংটাও হয়েছে চমৎকার। আক্রমণাত্মক বাংলাদেশের বিপক্ষে ১১৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট যেমন হারাতে থাকে পাকিস্তান, তেমনি রান তোলার গতিও থাকে কম। ২.৩ ওভারে ২ উইকেটে ৭ রানে পরিণত হয় পাকিস্তান। উসমান খান, শাহজাইব খান দুই ওপেনারই ডাক মেরেছেন। শুরুতেই চাপে পড়া পাকিস্তানের ইনিংস মেরামতের দায়িত্ব নেন মোহাম্মদ রিয়াজউল্লাহ ও সাদ বাইগ। তৃতীয় উইকেটে তারা গড়েন ৪২ রানের জুটি। ১৫তম ওভারের তৃতীয় বলে বাইগকে ফিরিয়ে জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন।

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বাইগ ৪১ বলে ৩ চারে করেন ১৮ রান। এখান থেকে ধস নামে তাদের ইনিংসে। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে ফারহান ইউসাফ ও ফাহাম উল হক গড়েন ৩৪ রানের জুটি। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় দলটি। ৩ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।

ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন ইউসাফ। মিডল অর্ডার ব্যাটার ৩২ বলের ইনিংসে ৩ ছক্কা ও ১ চার মারেন। বাংলাদেশের সেরা বোলার ইমন ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ৭ ওভার বোলিং করেছেন। মেডেন দিয়েছেন এক ওভার। মারুফ মৃধা নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন দেবাশিষ সরকার দেবা ও আল ফাহাদ। দুটি রান আউট হয়েছে পাকিস্তানের ইনিংসে।

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা