হোম > খেলা > ক্রিকেট

এখনো পাকিস্তানের বিপদ দেখছেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রাম টেস্টে জিততে শেষ দিনে পাকিস্তানের দরকার ৯৩ রান। ১০ উইকেট হাতে থাকা বাবর আজমের দলের জন্য কাজটি কঠিন হওয়ার কথা নয়। তবে টেস্ট ম্যাচের শেষ দিন বলেই বিপদ দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। শেষ দিনের শুরুতে দ্রুত উইকেট হারালে পাকিস্তান সমস্যায় পড়তে পারে বলে মনে করেন দেশটির সাবেক এই কিংবদন্তি ব্যাটার। পাশাপাশি রান তাড়ায় দারুণ শুরু এনে দেওয়া দুই ওপেনারের প্রশংসাও করেছেন তিনি।

ব্যাটে-বলে চতুর্থ দিন দারুণ নৈপুণ্য দেখায় পাকিস্তান। বাংলাদেশকে ১৫৭ রানে থামিয়ে লক্ষ্য তাড়ায় অনেক দূর এগিয়ে গেছে তারা। পাকিস্তানের পারফরম্যান্সের প্রশংসা করে ইনজামাম বলেন, ‘পাকিস্তানি বোলাররা দ্রুত উইকেট নিয়েছে। যদিও এই উইকেটে ২০০ রান করা মোটেই সহজ নয়। তবে আবিদ ও শফিক যেভাবে ব্যাট করেছে তাতে কাজটা সহজ হয়ে গেছে। এখন এসে এই রান সহজ মনে হলেও, আসলে তেমন নয়। প্রথম ইনিংসের দিকে তাকালেও দেখব, আবিদ ও শফিক আউট হওয়ার পর পাকিস্তান সমস্যায় পড়তে শুরু করে।’

দ্বিতীয় ইনিংসের শুরুতে উইকেট হারালে পাকিস্তানে বিপদে পড়ত উল্লেখ করে ইনজামাম বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও ১৫-২০ রানের মধ্যে পাকিস্তানের এক-দুই উইকেট পড়ে গেলে ঝামেলা শুরু হয়ে যেত। কারণ, এই লক্ষ্য খুবই কঠিন। এটা তাড়া করা সহজ হতো না। তাই আবিদ ও শফিককে কৃতিত্ব দিতে হবে। যারা দুই ইনিংসেই কাজটা সহজ করে দিয়েছে। পাকিস্তানের পরের ব্যাটাররা কিন্তু রান করতে পারছে না।’

সুবিধাজনক অবস্থায় থাকলেও পাকিস্তানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইনজামাম। তিনি বলেন, ‘যদি শেষ দিন সকালে পাকিস্তান দ্রুত উইকেট হারিয়ে ফেলে, তবে এই টেস্টে পাকিস্তান এখনো বিপদে পড়তে পারে। পাকিস্তানের জন্য তাই প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ হবে।’ 

দুই ওপেনারের সঙ্গে দারুণ বোলিং করা শাহিন শাহ আফ্রিদিকেও কৃতিত্ব দিয়েছেন ইনজামাম, ‘শাহিনকেও কৃতিত্ব দিতে হবে। এ বছর সে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছে। শাহিনের বোলিংয়ের ধার প্রতিনিয়ত বাড়ছে। শাহিন সব ফরম্যাটেই ভালো করছে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন