Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

মুম্বাইয়ের জয়ের রাতে কেন ১২ লাখ রুপি জরিমানা পান্ডিয়ার 

ক্রীড়া ডেস্ক

মুম্বাইয়ের জয়ের রাতে কেন ১২ লাখ রুপি জরিমানা পান্ডিয়ার 

মুম্বাই ইন্ডিয়ানসে ফেরার পর সমস্যা যেন পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। এবারের আইপিএলে অধিনায়ক হিসেবে তাঁর (হার্দিক) নেওয়া সিদ্ধান্তে সমালোচনা, দর্শকদের দুয়োধ্বনি—বিভিন্ন সমস্যায় তিনি পড়ছেন। এমনকি দলের জয়ের পরও গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। 

পয়েন্ট টেবিলে খাদের কিনারা থেকেই গত রাতে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। মুল্লানপুরে হওয়া ম্যাচটিতে ৯ রানের জয় পায় মুম্বাই। এই ম্যাচে স্লো ওভার রেটের সমস্যায় পড়েছে মুম্বাই। পাঞ্জাবের বিপক্ষে ১৯ ও ২০—এ দুই ওভার মুম্বাইকে বোলিং করতে হয় ৩০ গজ বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডার রেখে। ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক হার্দিককে করা হয়েছে ১২ লাখ রুপি জরিমানা, বাংলাদেশি মুদ্রায় তা ১৫ লাখ ৮২ হাজার টাকা। ম্যাচ শেষে বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে। ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে তাঁর দল স্লো ওভার রেটের সমস্যায় পড়েছে। ১৮ এপ্রিল মুল্লানপুরে হয়েছে ম্যাচটি। ওভার রেটের সমস্যাজনিত আইপিএলের আচরণবিধির অধীনে যেহেতু এটা তার দলের প্রথম অপরাধ, পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে ১২ লাখ রুপি।’ 

মুম্বাইয়ের ৯ রানের জয়ই বলে দিচ্ছে, পাঞ্জাবকে হারাতে কতটা কষ্ট হয়েছে তাদের (মুম্বাই)। তবে মুম্বাইয়ের কাছে সুযোগ ছিল নেট রানরেট আরও একটু বাড়িয়ে নেওয়ার। ১৯৩ রানের লক্ষ্যে নেমে পাঞ্জাব ১৪ রানেই হারায় ৪ উইকেট। ১০০-এর আগে যেখানে পাঞ্জাবের গুটিয়ে যাওয়ার শঙ্কা, সেখানে পাঞ্জাব ১৯.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয়েছে। আট নম্বরে নামা আশুতোষ শর্মার ঝোড়ো ইনিংসে জয়ের আশা জেগেছিল পাঞ্জাবের। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেন ৬১ রানের বিধ্বংসী ইনিংস। শেষ ৩ ওভারে যখন ২৪ রান দরকার, সে সময় ১৮তম ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েটজিকে তুলে মারতে যান আশুতোষ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ডিপ মিড উইকেটে তালুবন্দী করেন মোহাম্মদ নবী। মুম্বাইয়ের দুই বোলার জসপ্রীত বুমরা, জেরাল্ড কোয়েটজি দুজনেই নেন ৩টি করে উইকেট। 

৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে মুম্বাই। সমান ৬ পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস আছে ৫ ও ৬ নম্বরে। মুম্বাইয়ের নেট রানরেট-০.১৩৩। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস। দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ৮। সমান ৮ পয়েন্ট নিয়ে তিন ও চারে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। 

আরও পড়ুন: 

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর