ক্রীড়া ডেস্ক
লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে গতকালের পরিস্থিতি দেখে এই স্টেডিয়ামকে চাইলে অনেকে ‘রণক্ষেত্র’ বলতেই পারেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ছাপিয়ে বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের বাগ্যুদ্ধই যেন এখন প্রধান আলোচনার বিষয়বস্তু। বাগ্বিতণ্ডায় জড়ানোয় কোহলি, গম্ভীরকে ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটিং ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। লক্ষ্ণৌর দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। করমর্দনের পরিবর্তে তখন আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। এ ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন গম্ভীর। কোহলিকে উদ্দেশ্য করে কড়া কথা বলেন তিনি। লক্ষ্ণৌর পরামর্শককেও ছেড়ে কথা বলেননি কোহলি। এ ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। এক বিবৃতিতে আইপিএল বলেছে, ‘লক্ষ্ণৌ সুপার জায়ানটস পরামর্শক গৌতম গম্ভীরকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২১-এর অধীনে লেভেল টু ভেঙেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার বিরাট কোহলিকেও আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২১-এর অধীনে লেভেল টু ভাঙার অপরাধে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্ণৌ পেসার নাভিন-উল-হককে আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২১-এর অধীনে লেভেল ওয়ান ভাঙার অপরাধে ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। প্রত্যেকেই তাঁদের দোষ স্বীকার করে নিয়েছেন।’
গতকাল লক্ষ্ণৌর ব্যাটিংয়ের পুরোটা সময়ই উত্তেজিত ছিলেন কোহলি। মুষ্টিবদ্ধ উদ্যাপন, চিৎকার তো ছিলই, এমনকি মুখে আঙুল দিয়ে চুপ থাকার মতো অঙ্গভঙ্গি দর্শকদের উদ্দেশে করেন ভারতীয় এই ব্যাটার। বাগ্যুদ্ধের এই ম্যাচে জিতেছে বেঙ্গালুরু। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৬ করে বেঙ্গালুরু। ১২৭ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ।