হোম > খেলা > ক্রিকেট

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জিততে ব্যাটিংয়ে আফগানরা

ওয়ানডেতে যতবার ইংল্যান্ড-আফগানিস্তান মুখোমুখি হয়েছে, ততবারই বিশ্বকাপে। ২০১৫, ২০১৯-এর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ এখন পর্যন্ত তৃতীয়বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান। এই ম্যাচে আফগানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। 
 
বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ধর্মশালায় ১০ অক্টোবর বাংলাদেশকে উড়িয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। মইন আলীর পরিবর্তে সেই ম্যাচে একাদশে আসা রিস টপলি বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিলেন। মার্ক উড, ক্রিস ওকস, রিস টপলি, স্যাম কারান—এই চার পেসার আছেন আজ আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের একাদশে। এর মধ্যে কারান, ওকস পেস বোলিং অলরাউন্ডার। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন আদিল রশিদ। 

আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। আফগানদের একাদশে এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন নাজিবউল্লাহ জাদরান। একাদশে এসেছেন ইকরাম আলি খিল। বাংলাদেশ, ভারত দুই দলের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। 

আফগানিস্তানের একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি

ইংল্যান্ডের একাদশ:  জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস, রিস টপলি

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ