হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বাংলাদেশের সুখবর

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক থেকে

ডালাসের মতো নিউইয়র্কের আকাশও দেখা যাচ্ছে বেশ অননুমেয়। সকাল মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবার ঝকঝকে রোদ্দুর। এ পরিবেশেই বাংলাদেশ দল অনুশীলন সেরে নিল মূল ভেন্যু থেকে ১৫ মিনিটের দূরত্বের ক্যান্টিয়াগ পার্কে। অনুশীলনে একটা স্বস্তির খবরও মিলল বাংলাদেশের।

এ নিউইয়র্কেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনুশীলনের চোট পেয়েছিলেন শরীফুল ইসলাম। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসারের বাঁ হাতেই সেলাই পড়েছিল ছয়টি। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে পারেননি। তবে আজ নিউইয়র্কের অনুশীলনে শরীফুলকে দেখা গেল বোলিং করতে।

অনুশীলনে শরীফুলকে স্বচ্ছন্দেই বোলিং করতে দেখা গেল। নেটে উপস্থিত চিকিৎসক দেবাশীষ চৌধুরী হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন বাঁহাতি পেসারকে। তবে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুলের খেলার সম্ভাবনা কিছুটা কমই বলা যায়। সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে যতই বলুন, কন্ডিশন-উইকেট দেখে একাদশ সাজাবেন; শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর তানজিম সাকিবকে নিয়েই পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। আজকের অনুশীলনে উল্লিখিত তিন পেসারই ছিলেন বিশ্রামে। 

অনুশীলনে পুরো দল অবশ্য আসেনি। ঝালিয়ে নিতে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ের মতো ব্যাটাররা এসেছেন।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ