মিশেল প্লাতিনি-জিনেদিন জিদান-থিয়েরে অঁরির মতো ফুটবল কিংবদন্তিদের দেশ ফ্রান্স যে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এটা শুনলে অনেকেই অবাক হতে পারেন। আরও বিস্ময়কর লাগতে পারে এই খবরে—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নদের এক কিশোর। গতকাল বিশ্ব রেকর্ডটি গড়েছেন গুস্তাভ ম্যাককেয়ন।
সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির সময় গুস্তাভের বয়স ছিল ১৮ বছর ২৮০ দিন। সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বে ৬১ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ব্যাটার ৯ ছক্কার বিপরীতে ৫ চার মেরেছেন। অভিষেক ম্যাচেও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৭৬ রান করেছেন ফরাসি ওপেনার।
তবে গুস্তাভের এমন কীর্তির পরও ম্যাচটি জিততে পারেনি তাঁর দল। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুইজারল্যান্ড শেষ বলে ১ উইকেটের জয় পেয়েছে।