নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপার লিগের দৌড়ে থাকতে ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে ম্যাচের মূল পার্থক্য গড়ে দিয়েছে টস। সকালের দিকে আউটফিল্ড স্লো থাকায় যেকোনো দলই আগে ফিল্ডিং নিতে চাইবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় রূপগঞ্জ।
আগে ব্যাটিং করতে এসে অসম উইকেটে সুবিধা করতে পারেনি মোহামেডানের ব্যাটাররা। ১১.৫ ওভার বাকি থাকতে ১৪৩ রানে ইনিংস গুটিয়ে যায় মোহামেডানের। ছোট রান তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি রূপগঞ্জকে। ১৩.৪ ওভার থাকতেই ৭ উইকেটের জয়ে সুপার লিগের দৌড়ে টিকে রইল তাঁরা। তবে বড় হারে পথটা কঠিন হয়ে গেল মোহামেডানের। তারকাসমৃদ্ধ দল নিয়েও ধুঁকছে তারা।
যদিও ম্যাচের ফলের চেয়ে বেশি নজর ছিল মোহামেডানের ড্রেসিংরুমের দিকে। হেরে যাওয়া মোহামেডানের কাউকে তেমন বাইরে আসতে দেখা যায়নি। তবে ম্যাচ শেষে রূপগঞ্জের স্পিনার এনামুল হক জুনিয়রের ডাকে কিছু সময় মাঠে অপেক্ষা করতে দেখা যায় মোহামেডানের ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে।
অবশ্য রিয়াদের সঙ্গে কথা বলার কারণও ছিল স্পষ্ট। এই স্পিনারের খাটো লেংথের বলেই আউট হয়ে মেজাজ হারিয়েছিলেন রিয়াদ। মাঠকর্মীদের সঙ্গে উচ্চবাচ্যের পর ড্রেসিংরুমের দরজায়ও লাথি দিতে দেখা যায় এই ব্যাটারকে। হয়তো সেসব নিয়েই কথা হয়েছে দুজনের। পরে এনামুলের পিঠ চাপড়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
উইকেটের ধরনটা এমন ছিল যে আগে ব্যাটিং করলে রূপগঞ্জেরও একই সমস্যায় পড়তে হতো। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সেটিই যেন মনে করিয়ে দেন পাঁচ উইকেট পাওয়া রূপগঞ্জের স্পিনার এনামুল। তিনি বলেছেন, ‘আসলে খুবই কঠিন ছিল। সকালে খুবই গুরুত্বপূর্ণ ছিল টস জেতা। উইকেটটা স্লো ছিল, স্পিনিং ছিল। পুরোটা আমরা কাজে লাগিয়েছি। আমরা আগে ব্যাটিং করলে আমাদেরও এ সমস্যা হতে পারত।’
রূপগঞ্জকে সুপার লিগের দৌড়ে এগিয়ে রাখার দিনে লিস্ট এ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেছেন এনামুল। ক্যারিয়ারে দীর্ঘ অপেক্ষার পর এমন প্রাপ্তিতে আনন্দিত এনামুল বললেন, ‘অনেক দিন ধরেই আমার লক্ষ্যই ছিল যেন লিস্ট এ ক্রিকেটে পাঁচ উইকেট পাই। যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেটে আমার অনেকগুলো পাঁচ উইকেট আছে। এবার লিস্ট এ তেও পেলাম।’