নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়নদের জন্য এরই মধ্যে পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। এবার বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যত দূর জানা গেল, সাবিনা-মারিয়াদের জন্য এক কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা দিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। সে জন্য বিকেল ৫টা থেকে বাফুফে ভবনে এসে অপেক্ষা করছেন আসিফ মাহমুদ। শুধু অর্থ পুরস্কারই নয়, আরও কিছু সুখবরও পেতে যাচ্ছেন সাফজয়ীরা।
হিমালয় জয় করার পর দুপুরে দেশে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরও বাফুফেতে এসে পৌঁছাতে পারেননি তাঁরা। পথে পথে সমর্থকদের জন্য পড়তে হচ্ছে মধুর বিড়ম্বনায়।
এদিকে বিকেলে সাফজয়ীদের জন্য পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’
এর আগে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি।