হোম > খেলা > ক্রিকেট

আইসিসির মাস সেরার মনোনয়নে জ্যোতি

সেপ্টেম্বর মাসের আইসিসির সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ২৫ বছর বয়সী তারকার সঙ্গে আছেন ভারতের দুই ক্রিকেটার হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। মনোনয়ন পাওয়া তিনজনই দক্ষিণ এশিয়ার।

জ্যোতির নেতৃত্বে আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নেতৃত্বের পাশাপাশি বল ও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন তিনি।

বাছাইয়ের প্রথম ম্যাচে জ্যোতির ৫৩ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ১৪৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ম্যাচটিতে আইরিশদের ১৪ রানে হারায় বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডের বিপক্ষে ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন জ্যোতি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেন ৫৬ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস।

পুরো টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন জ্যোতি। পাঁচ ম্যাচে ৪৫ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে করেন ১৮০ রান।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস