টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রায় দেড় মাসের বিরতি দিয়ে মিরপুরে অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ অনুশীলনে তাঁর সঙ্গী ছিলেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও স্পিনার রিশাদ হোসেন।
মিরপুরের ইনডোরে প্র্যাকটিস নেটে ব্যক্তিগত অনুশীলন করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। লম্বা বিরতির পর অনুশীলনে ফিরে ব্যাটিংয়ের দিকেই বেশি মনোযোগ দেন তিনি।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে সীমিত ওভারের সিরিজে খেলার সম্ভাবনা আছে মাহমুদউল্লাহর। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সবশেষ খেলতে দেখা গেছে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবে পাকিস্তান সফরে নেই মাহমুদউল্লাহ।
এই আগস্টের শুরুতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এ সময় দেশের বাকি ক্রিকেটারদের মতো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ন্যায়বিচার চেয়ে পোস্ট দেন মাহমুদউল্লাহ। এরপর এবারই প্রথম জনসম্মুখে দেখা গেল তাঁকে।