ক্রীড়া ডেস্ক
জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ শুরু করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে প্রাইম ব্যাংকের কাছে ১৪২ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। অন্য দিকে সাভারের বিকেএসপিতে সুপার লিগের অন্য ম্যাচে গাজী গ্রুপকে ৭২ রানে হারিয়েছে ধানমন্ডির আরেক ক্লাব শেখ জামাল।
সুপার লিগেও প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের এই ওপেনার গ্রুপপর্বের ছন্দ টেনে এনেছেন সুপার লিগেও। ৮৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংককে ভালো শুরু এনে দেন বিজয় ও আরেক ওপেনার শাহাদাত দিপু। এই দুজনের উদ্বোধনী জুটিতে তোলে ৯৭ রান। দিপু আউট হলেও ঠিকই ফিফটি তুলে নেন বিজয়। আউট হওয়ার আগে বিজয় করে ৭৭ রান। পরে মোহাম্মদ মিথুন ও ইয়াসীর আলী চৌধুরীর চল্লিশোর্ধ্ব ইনিংসে ২৭৩ রানের ভালো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আবাহনী। স্কোর বোর্ডে রান তোলার আগেই আউট হোন জাকের আলী অনিক। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আবাহনী টপ অর্ডার। রাকিবুল হাসান ও তাইজুল ইসলামদের ঘূর্ণিতে দলীয় ৪০ রানের আগে ৫ উইকেট হারায় আবাহনী। শুরুর এই ধাক্কা আর সামাল দিতে পারেনি ধানমন্ডির এই ক্লাব। ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বল হাতে ঝলক দেখিয়েছেন নাসির হোসেন। নিয়েছেন তিন উইকেট। রাকিবুল, তাইজুল, নাসিরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক শ রানের আগে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী। দলীয় অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৬৫ রান হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত আবাহনী গুটিয়ে যায় ১৩১ রানে।
বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জের সাব্বির রহমান। লিস্ট এ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া সাব্বির আউট হয়েছেন ১২৫ রান করে। সাব্বিরের সেঞ্চুরি আর চিরাগ জানি অপরাজিত ৯৫ রানে সুবাদে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রানের পুঁজি পায় লিজেন্ড অব রূপগঞ্জ। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রূপগঞ্জ টাইগার্সের সংগ্রহ ৬ উইকেটে ১৯২।