হোম > খেলা > ক্রিকেট

কোহলির অধিনায়কত্ব হারানোর কারণ জানালেন সৌরভ

ক্রীড়া ডেস্ক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। নেতৃত্ব ছাড়ার শেষ ম্যাচে বাকি দুই সংস্করণে দায়িত্ব চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। তবে সে সুযোগ জুটল না কোহলির কপালে। গতকাল এক প্রকার হুট করেই তাঁকে সরিয়ে ওয়ানডেতে রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা জানায় বিসিসিআই। 

কোহলিকে এমন অকস্মাৎ অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরেশোরে। টি-টোয়েন্টি নেতৃত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছাড়েন তিনি। তবে ওয়ানডের ব্যাপারটা ঘটল সম্পূর্ণ বিপরীতভাবে। তবে ব্যাপারটা পরিষ্কার করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেছেন, বিসিসিআই বিরাটকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু সে এটার সঙ্গে একমত হয়নি। তখন নির্বাচকেরা ভাবলেন, সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়কের দরকার নেই। 

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোহলি যে একমত ছিলেন সেটা এখন অনেকটাই পরিষ্কার। সৌরভের কথার আগে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, পদত্যাগ করার জন্য কোহলিকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল বিসিসিআই। তবে দায়িত্ব ছাড়তে রাজি ছিলেন না কোহলি। তাই অনেকটা জোর করেই তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। 

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ভারও উঠল রোহিতের কাঁধে। টেস্টে আগের মতোই দায়িত্ব সামলাবেন কোহলি। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ২০১৬ সালের পর আবার দুই অধিনায়কের যুগে প্রবেশ করবে ভারত। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর সব সংস্করণে নেতৃত্ব দিয়ে আসছিলেন কোহলি।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন