হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছে অপয়া ভারত, খেলা না হলেই যেন খুশি

ক্রীড়া ডেস্ক

গ্রেটার নয়ডায় গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলতে ভারত সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ওশেনিয়া মহাদেশ থেকে ভ্রমণ ঝক্কি শেষে আফগানদের বিপক্ষে একটি বলও খেলতে পারেনি কিউইরা। টানা বৃষ্টি, মাঠ শুকানো ও পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় ৫ দিনের টেস্টে একটি বলও মাঠে গড়ায়নি। টসের সুযোগ হয়নি।

মাসখানেক পর আজ বেঙ্গালুরুতে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টেস্ট। কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। মাঝে কিছুক্ষণ বৃষ্টির মাত্রা কমলেও একেবারে বন্ধ হয়নি। দুপুরের দিকে কিছু সময় বন্ধ ছিল, আবার শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। টস করার সুযোগ পাননি আম্পায়াররা। শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন তাঁরা।

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ দিনের সেই টেস্টের পর এবার ভারতের বিপক্ষেও মাঠে নামার সুযোগ পেল না নিউজিল্যান্ড। প্রকৃতি যেন খেলা না হলেই খুশি। রসিকতা করে বললে, ভারত যেন টম লাথামদের যেন অপয়া! বেঙ্গালুরুর এই এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ৪০২ রান করেও বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিল কিউইরা।

ভারতে সবশেষ টেস্টেও ছিল বৃষ্টির বাগড়া। বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টে সব মিলিয়ে খেলা হয়নি দুই দিনও। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বেঙ্গালুরুতে আগামী কয়েক দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন