Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের ইতিহাস

ক্রীড়া ডেস্ক    

১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের ইতিহাস
ব্যাটিংয়ে ইতিহাস গড়ার আগে বোলিংয়ে ২ উইকেট নেন মুকিম। ছবি: এক্স

১২ নম্বরে ব্যাটিং করার সুযোগ সবসময় আসে না। কারণ, ক্রিকেট তো ১১ জনের খেলা। কিন্তু কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই সুযোগ আসে পাকিস্তানের সুফিয়ান মুকিমের সামনে। তা কাজে লাগিয়ে ইতিহাসের পাতায় নাম লেখে ফেলেন তিনি।

কিউইদের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৭২ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। তখন ব্যাটিংয়ে নামেন হারিস রউফ। কিন্তু ২৫ তম ওভারে মাথায় আঘাত পেলে উঠে যেতে হয় তাঁকে। তাঁর কনকাশন বদলি হিসেবে ১১ নম্বরে ব্যাট করতে নামেন নাসিম শাহ। ৪৪ বলে ৫১ রানের পথে ক্যারিয়ার প্রথম ফিফটির দেখা পান তিনি। ওয়ানডেতে ১১ নম্বরে ব্যাট করে এটিই দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রান করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

নাসিম না পারলেও মুকিম ঠিকই পেরেছেন। ১২ নম্বরে নেমে ১০ বলে ১ চার ও ছক্কায় ১৩ রান করেন তিনি। তিন ফর‍ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই পজিশনে তাঁর চেয়ে বেশি রান নেই আর কারও।

এখন পর্যন্ত ১২ নম্বরে ব্যাট করার দৃশ্যের দেখা মিলেছে ১০ বার। শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েলের মাধ্যমে। সে বছরই চালু হয় কনকাশন সাব নিয়ম। গ্যাব্রিয়েলের পর টেস্টে জেইডেন সিলস, লুঙ্গি এনগিদি, বাংলাদেশের এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী একবার করে ব্যাটিং করছেন ১২ নম্বরে। কিন্তু তারাও রানের খাতা খুলতে পারেননি। ২০২৩ সালে মিরপুর টেস্টে ৪ রানে অপরাজিত ছিলেন আফগানিস্তানের জহির খান। মুকিমের আগে এটিই ছিল সর্বোচ্চ।

ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে ১২ নম্বরে ব্যাট করেন আয়ারল্যান্ডের জশ লিটল। কিন্তু আউট হন শূন্য রানে। টি-টোয়েন্টিতে এই অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের ফজলহক ফারুকি (১ *) ও উগান্ডার হেনরি সেনিয়োন্দোর (০)।

নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এর আগে বল হাতে ৩৩ রানে দুই উইকেট শিকার করেন মুকিম। বাঁহাতি লেগ স্পিনার হিসেবেই বেশি পরিচিত তিনি।

‘সেঞ্চুরিতে’ পাকিস্তানি ক্রিকেটারের নতুন রেকর্ড, আরও পেছালেন রিশাদ

বাংলাদেশের এমন ক্রিকেটে কীভাবে বাড়বে ব্র্যান্ড ভ্যালু

‘দোষ শান্তর একার নয়, জিম্বাবুয়ের কাছে হার পুরো বাংলাদেশের পরাজয়’

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে