হোম > খেলা > ক্রিকেট

শোয়েবের মুখোমুখি হতে প্রস্তুত শেবাগ

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক রোমাঞ্চের লড়াই। আবার ম্যাচটি যদি হয় বিশ্বকাপের মতো কোনো মঞ্চে তখন উন্মাদনার মাত্রা আরও বেড়ে যায়। ঠিক তেমনি এক ম্যাচ হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম সংস্করণে। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচটি হবে ১৫ অক্টোবর। আজ চূড়ান্ত সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। অবশ্য খসড়া সূচির সময়ই জানা গিয়েছিল ভারত-পাকিস্তানের ম্যাচটি আহমেদাবাদে হবে। হেভিওয়েট ম্যাচের সূচি নিশ্চিত হওয়ার পর শোয়েব আখতারের সঙ্গে খুনসুটি শুরু করেছেন বীরেন্দর শেবাগ। পাকিস্তানের গতি তারকার মুখোমুখি হতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি। 

ব্যাট বলের লড়াই অবশ্য নয়। সামাজিক মাধ্যমে একে অপরকে মজার ছলে খোঁচা মারায়। আজ বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে শেবাগ বলেছেন, ‘সবাই জানে, ভারত-পাকিস্তান ম্যাচেই সব মনোযোগ থাকে। ম্যাচটি নিয়ে সামাজিক মাধ্যমে শোয়েবের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত আমি। পরিসংখ্যান জানাচ্ছে, বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। আমরা ৭-০ এগিয়ে আছি।’ 

এবারের বিশ্বকাপে কে জিততে তা অবশ্য বলেননি শেবাগ। তবে যে দল চাপকে জয় করতে পারবে তারাই জিতবে বলে জানিয়েছেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ব্যাটার। তিনি বলেছেন, ‘১৫ অক্টোবর কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত নই। তবে যে দল চাপকে মানিয়ে নিতে পারবে তারাই জয়ী হবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ