Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

‘সাকিবিয়ান-তামিমিয়ান’ বিভক্তি দেশের ক্রিকেটকে ধ্বংস করছে: তামিম

অনলাইন ডেস্ক

‘সাকিবিয়ান-তামিমিয়ান’ বিভক্তি দেশের ক্রিকেটকে ধ্বংস করছে: তামিম
দেশের ক্রিকেটে ‘সাকিবিয়ান-তামিমিয়ান’ বিভক্তি চান না তামিম। ছবি: বিসিবি

‘সাকিবিয়ান’, ‘তামিমিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে বলে মনে করেন তামিম ইকবাল।

টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়—সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন।’

তামিম আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মর্তুজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা বাংলাদেশি। এসব বিভক্তি বন্ধ হওয়া উচিত; কারণ, এটি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, আর কিছু না। তাই দলকে সমর্থন করুন।’

বাংলাদেশ দলটিকে তরুণ আখ্যা দিয়ে তামিম আরও বললেন, ‘এটি খুবই তরুণ একটা দল। তারা ভুল করবে, তারা ব্যর্থ হবে। কিন্তু এটাই আপনার দল। কোনো ব্যক্তি নয়, এখানে শুধুই একটি দল। আর সেটি হলো বাংলাদেশ।’

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত