হোম > খেলা > ক্রিকেট

আকিলের ঘূর্ণিতে বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট উগান্ডা

ক্রীড়া ডেস্ক

সবশেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেয়েছিল উগান্ডা। সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু আজ স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমে বিব্রতকর এক রেকর্ড গড়ল। 

বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৯ রানে অলআউট হওয়ার রেকর্ডে অবশ্য শুধু তারা একাই নয়, তাদের আগে এই বিব্রতকর রেকর্ডে নাম তুলেছে নেদারল্যান্ডস। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা। 

উগান্ডাকে বিব্রতকর রেকর্ডে নাম তুলতে একাই বাধ্য করেছেন আকিল হোসেন। তাঁর বাঁ হাতের ঘূর্ণিতেই উগান্ডার ব্যাটিং অর্ডার ধসে পড়ে। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাঁর স্পিনে দিশেহারা হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন অধিনায়ক ব্রায়ান মাসাবার দলের খেলোয়াড়েরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৩ রান করা জুমা মিয়াজি ছাড়া আর কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। 

গায়ানায় আজ উগান্ডার স্কোরকার্ড মোবাইল নম্বরের মতো লাগছিল। প্রতিপক্ষকে বিব্রতকর রেকর্ডে নাম তুলতে বাধ্য করা আকিল একাই নিয়েছেন ৫ উইকেট। আর বাকি ৫ উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ম্যাচে বোলিং করা অন্য চার বোলার। ৫ উইকেট নেওয়ার পথে নিজেও রেকর্ড গড়েছেন আকিল। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। 

প্রথমবার কোনো ক্যারিবিয়ান বোলার বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছেন। ১১ রানে ৫ উইকেট নিয়ে আকিল পেছনে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া স্যামুয়েল বদ্রিকে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে এই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার। বিশ্বকাপে চূড়ায় ওঠার দিনে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইয়ে আছেন তিনি। ২০২২ সালে ভারতের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ওবেদ ম্যাককয়। 

উগান্ডাকে ৩৯ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজও রেকর্ড গড়েছে। রানের হিসাবে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় জয় পেয়েছে তারা। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পাওয়া ১৭২ রানের জয়ের পরেই জায়গা পেয়েছে ক্যারিবিয়ানদের ১৩৪ রানের জয়টি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে সর্বোচ্চ জয় ওয়েস্ট ইন্ডিজের। আগের সর্বোচ্চ ৮৪ রানের জয়টি তারা পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল ২০১৪ বিশ্বকাপে। 

আজ আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের দলীয় প্রচেষ্টায় ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৬ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও কেউই ফিফটি পাননি। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে করেছেন ওপেনার জনসন চার্লস। উগান্ডাকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথটা মসৃণ করে রাখল সংক্ষিপ্ত সংস্করণের দুইবারের চ্যাম্পিয়নরা। 

দুর্দান্ত বোলিংয়ে অবধারিতভাবেই ম্যাচ-সেরা হয়েছেন আকিল। পুরস্কার নিতে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এটি (ভালো) অনেক পরিশ্রমের ফল। বিশেষ করে যখন আপনি শুরুতেই সাফল্য পাবেন। আমি খুবই খুশি যে দলের যেখানে প্রয়োজন সেখানে বোলিং করতে পেরে।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন