ভারতে ‘বাজবল’ ক্রিকেট খেলতে এসে ইংল্যান্ড হায়দরাবাদ টেস্টের প্রথম দিন নিজেরাই প্রতিপক্ষের ব্যাটারদের কাছ থেকে দেখল আক্রমণাত্মক ব্যাটিং। ওপেনিংয়ে নেমে বিশেষ করে যশস্বী জয়সওয়াল যেভাবে ব্যাটিং করেছেন তা ছিল অনবদ্য।
গতকাল ৪৭ বলে ফিফটি স্পর্শ করার পর জয়সওয়াল দিন শেষে অপরাজিত ছিলেন ৭৬ রান। আজ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির আশায় ব্যাটিংয়ে নেমেছিলেন উদীয়মান ব্যাটার। কিন্তু গত দিনের সঙ্গী শুবমান গিলকে নিয়ে দিন শুরু করতে নেমে আজ সহজাত ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। আগের রানের সঙ্গে আজ মাত্র ৪ রান যোগ করতে পেরেছেন ২২ বছর বয়সী ব্যাটার। তাঁর ৮০ রানের ইনিংসটির বিদায় ঘণ্টা বাজে জো রুটের কট এন্ড বোল্ডে।
সতীর্থের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি গিল। ১৪ রানে অপরাজিত ইনিংসটাকে আজ ২৪ রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন তিনি। তাঁরা দ্রুত ফিরলেও দলের রান বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে নেন লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ভারতকে আবারও টেস্টের নিয়ন্ত্রণ হাতে নিতে সহায়তা করেন তিনি।
শ্রেয়াস ব্যক্তিগত ৩৫ রানে আউট হলে ছয়ে নামা রবীন্দ্র জাদেজার সঙ্গে আরেকটি ষাটোর্ধ্ব জুটি গড়েন রাহুল। কিন্তু এবার ৬৫ রানের জুটিটি তাঁর আউটের মধ্যে দিয়েই ভেঙে যায়। সেই সঙ্গে জয়সওয়ালের মতো একটা আক্ষেপ নিয়েও ফেরেন রাহুল। আর তা হচ্ছে কাছে গিয়েও টেস্টের নবম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ। ইংল্যান্ডের অভিষিক্ত স্পিনার টম হার্টলির বলে রেহান আহমেদকে ক্যাচ দেন ৮৬ রানের সময়। সে সময় ভারতের দলীয় স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৮৮ রান।
জয়সওয়াল ও রাহুল না পারলেও সেঞ্চুরির পথেই আছেন জাদেজা। আগামীকাল তাঁর লক্ষ্য থাকবে ৮১ রানের ইনিংসটাকে তিন অঙ্কে রূপ দেওয়া। সেটা পারবেন কিনা টেস্টের তৃতীয় দিনই বোঝা যাবে। তবে এই ইনিংসটি খেলার পথে ভারতকে আজ বড় লিড এনে দিয়েছেন তিনি। কেএস ভরত ও অক্ষর প্যাটেলের সঙ্গে দুটি ষাটোর্ধ্ব জুটি গড়ে দলকে ১৭৫ রানের লিড এনে দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
ব্যক্তিগত ৪১ রানে ভরত আউট হওয়ায় ৬৮ রানের জুটি ভেঙে যায় জাদেজার। উইকেটরক্ষকের সঙ্গে ভাঙলেও জাদেজার সম্পর্ক ছিন্ন হয়নি প্যাটেলের সঙ্গে। দুজনে মিলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা। আগামীকাল দুজনের লক্ষ্য থাকবে দলীয় স্কোরটা আরও বড় করার।
তার আভাসটা যেন শেষ ওভারে দিয়ে রাখলেন অক্ষর। হার্টলির করা শেষ তিন বলে ৪,৬, ৪ মেরেছেন বাঁহাতি ব্যাটার। দুজনের জুটিতে ভারত দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ৪২১ রানে। ৩৫ রানে অপরাজিত আছেন প্যাটেল। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হার্টলি ও রুট।