ক্রীড়া ডেস্ক
গুজরাট টাইটানস থেকে মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়া ফেরেন ২০২৪ আইপিএল দিয়েই। সাবেক ফ্র্যাঞ্চাইজিতে ফেরাটা হয়েছে অধিনায়ক হয়েই। সেই ম্যাচে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল গুজরাটের বিপক্ষে এবারের আইপিএল অভিযান শুরু হয় মুম্বাইয়ের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে প্রথম বলেই পান্ডিয়া খেলেন চার। গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহা কাট শটে চার মারেন। একই ওভারের চতুর্থ বলে গুজরাট অধিনায়ক শুবমান গিল চার মারেন। প্রথম ওভারে খরচ করেন ১১ রান। এরপর তৃতীয় ওভারে বোলিংয়ে পান্ডিয়া আরও দুটি চার হজম করেন ঋদ্ধিমানের কাছে। নিজের প্রথম দুই ওভারে পান্ডিয়া খরচ করেন ২০ রান। এরপর জসপ্রীত বুমরাকে বোলিংয়ে আনা হয় চতুর্থ ওভারে। অথচ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বুমরাকে ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যে প্রায়ই বোলিংয়ে আসতে দেখা যায়। বুমরার কেন আসতে দেরি হচ্ছে, তখনই ধারাভাষ্যকক্ষে আলাপ-আলোচনা শুরু করেন কেভিন পিটারসেন ও সুনীল গাভাস্কার। পিটারসেনের প্রশ্ন, ‘জসপ্রীত বুমরা কেন বোলিং শুরু করছে না? আমি কিছুই বুঝতে পারছি না।’ গাভাস্কার উত্তর দেন, ‘খুব ভালো প্রশ্ন। খুব খুব ভালো প্রশ্ন।’
ধারাভাষ্যকক্ষে বুমরাকে নিয়ে গাভাস্কার-পিটারসেনের প্রশ্ন তো ছিলেই। সামাজিকমাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ইরফান পাঠানও। ম্যাচ চলার সময় নিজের এক্স হ্যান্ডলে পাঠান পোস্ট করেন, ‘বুমরা কোথায়?’
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গুজরাট গতকাল ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করেছে। মুম্বাইয়ের বোলারদের মধ্যে সেরা বোলার ছিলেন বুমরাই। ৪ ওভারে ১৪ রান খরচ করে নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ম্যাচ মুম্বাই হেরে যায় ৬ রানে।