হোম > খেলা > ক্রিকেট

জ্যাকসের সেঞ্চুরির বিকেলে মঈনের হ্যাটট্রিক, উড়ে গেল চট্টগ্রাম 

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বিকেলটা যেন ছিল ইংল্যান্ড ক্রিকেটারদের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকস করেন সেঞ্চুরি। সঙ্গে ঝোড়ো ফিফটি করেন মঈন আলি। এরপর করেছেন হ্যাটট্রিক।  দুই ইংলিশ ক্রিকেটারের জ্বলে ওঠার দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হেরে গেছে ৭৩ রানে।

২৪০ রানের লক্ষ্যে ঝোড়ো সূচনা করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। উদ্বোধনী জুটিতে তানজিদ তামিম ও ব্রাউন যোগ করেন ৪৫ বলে ৮০ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে  তানজিদ তামিমকে ফিরিয়ে চট্টগ্রামের বিধ্বংসী উদ্বোধনী জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তানজিদ তামিম। এরপর নবম ওপেনারের দ্বিতীয় বলে ব্রাউনকে ফেরান রিশাদ হোসেন।

দুই ওপেনারের বিদায়ে চট্টগ্রামের স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ২ উইকেটে ৯০ রান। এরপর ছোটখাটো ধস নামে চট্টগ্রামের ইনিংসে। টম ব্রুস, শাহাদাত হোসেন দিপু ও কার্টিস কাম্ফার তিন ব্যাটার ফিরেছেন তিন ওভারের ব্যবধানে। যার মধ্যে ১১তম ওভারের প্রথম ও তৃতীয় বলে রিশাদ ফিরিয়েছেন ব্রুস ও দীপুকে। ব্রুস, দীপু ও কাম্ফার করেন ১১, ১২ ও ৫ রান। চট্টগ্রামের স্কোর তাতে ১১.৩ ওভারে ৫ উইকেটে ১১৫ রান। সতীর্থদের আসা যাওয়ার মধ্যে একপ্রান্তে ঝড় তুলছিলেন তিন নম্বরে নামা সৈকত আলি। ষষ্ঠ উইকেটে শুভাগত হোমের সঙ্গে ১৮ বলে ৪২ রানের ঝোড়ো জুটি গড়তে অবদান রাখেন সৈকত। ১৫তম ওভারের তৃতীয় বলে মঈন ফিরিয়েছেন সৈকতকে। ১১ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন সৈকত।

সৈকতের বিদায়েই চট্টগ্রামের ইনিংসে ধস নামে। ১ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৬.৩ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। যেখানে ১৭তম ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক পূর্ণ করেন মঈন। কুমিল্লার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন মঈন ও রিশাদ। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট।

কুমিল্লার ৭৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন জ্যাকস। ৫৩ বলে ৫ চার ও ১০ ছক্কায় ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। ফিল্ডার হিসেবে ধরেছেন ৫ ক্যাচ। ইংল্যান্ডের ক্রিকেটারের সেঞ্চুরিটা এবারের বিপিএলে দ্বিতীয় ।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম।প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৯ রান করে কুমিল্লা। এবারের বিপিএলে তো সর্বোচ্চই, বিপিএল ইতিহাসে তা যৌথ সর্বোচ্চ। জ্যাকসের ১০৮ রানের ইনিংসই আজ কুমিল্লার ইনিংস সর্বোচ্চ রান। ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত থাকেন মঈন।

চতুর্থ উইকেটে ৫৩ বলে ১২৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মঈন ও জ্যাকস।চট্টগ্রামের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শহীদুল ইসলাম। এক উইকেট নিয়েছেন সৈকত।

 

 

 

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন