নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ পরিচালনা করতে মনোনীত হয়েছেন সাথীরা জাকির জেসি। আজকের পত্রিকাকে জেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম নারী বাংলাদেশি আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেলেন জেসি।
আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো সুযোগ পাওয়ার দারুণ এই মুহূর্ত নিয়ে রোমাঞ্চিত জেসি। ৩২ বছর বয়সী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি দারুণ খুশি। এ অনুভূতি বোঝানো যাবে না।' জেসিকে টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার জন্য হংকং পৌঁছাতে হবে ১০ জুন। টুর্নামেন্ট পরিচালনা করতে ১০০০ ডলার পাবেন জেসি, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭ হাজার টাকা। ভাতা হিসেবে প্রতিদিন পাবেন ৫০ ডলার (৫৩৫২ টাকা) করে। আগামী ১২ জুন থেকে ২১ জুন হংকংয়ে হবে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি জেসির। দুই ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন ৩২ বছর বয়সী বাংলাদেশি এই ব্যাটার।