হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহকে কি বিদায়ী উপহার দিতে পারবে দল

আহমেদ রিয়াদ, হায়দরাবাদ থেকে

প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে ভারতের কাছে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই হায়দরাবাদে আজ হতে যাওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টিটি ভারতের জন্য নিছক আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য নয়। এটি দলের ধবলধোলাই হওয়ার হাত থেকে নিজেদের রক্ষার লড়াই নাজমুল হোসেন শান্তদের। লড়াই মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বিদায়ী উপহার বের করে নিয়ে আসার। রাজীব গান্ধী স্টেডিয়ামে হতে যাওয়া এই টি-টোয়েন্টিই যে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। 

দিল্লি থেকে হায়দরাবাদে এসে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দল খোলা মাঠে অনুশীলন করেনি। তবে ম্যাচের আগে পুরোপুরি ক্লোজ ডোর সেশন করেছে তারা, যেখানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। হয়তো স্বস্তিতে থাকতে সবকিছু থেকে আড়ালে থাকাটাকেই ভালো মনে করেছে দল। 

গতকাল হায়দরাবাদের আকাশে থেকে থেকেই রোদ্র-ছায়ার খেলা দেখা গেছে। কয়েক দফায় বৃষ্টিও হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা, তবে সন্ধ্যায় নয়। আর ম্যাচ শুরু হবে সন্ধ্যায়, বাংলাদেশ সময় সাড়ে ৭টায়। 

বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার দারুণ এক সাক্ষী হয়ে আছে হায়দরাবাদ। ১৯৯৮ সালে এখানেই ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের ভেন্যু ছিল লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। আর আজকের ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য না হলেও আইপিএলে খেলার সুবাদে এই ভেন্যু মোস্তাফিজুর রহমানের কাছে খুব পরিচিত। তবে মাহমুদউল্লাহর জন্য বিদায়ী উপহার নিশ্চিত করতে হলে শুধু মোস্তাফিজ নয়, দলের সবাইকেই নিজের সেরাটা দিতে হবে মাঠে। 

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দলের মানসিকতা আর স্কিলে সমস্যার কথা বলেছিলেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছিলেন তাসকিন আহমেদও। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও পুরোনো রেকর্ড বাজালেন নতুন করে, ‘ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার অভাবে দল চাপের মুখে পড়ছে।’ 

শেষ ম্যাচে দলের কাছে তাই পোথাসের চাওয়া মানসিক দৃঢ়তা; চাপমুক্ত হয়ে ক্রিকেটারদের সহজাত খেলাটা খেলা। সিরিজ হার এড়ানোর জন্য, মাহমুদউল্লাহর বিদায়ী উপহারের জন্য কি আজ নাজমুল হোসেন শান্তরা নিজেদের নিংড়ে দিয়ে খেলতে পারবেন?

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন