হোম > খেলা > ক্রিকেট

প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কথা রাখছেন শান্ত

ক্রীড়া ডেস্ক

নাজমুল হোসেন শান্ত ফ্রেমবন্দী রাখার মতো বছরটা কাটিয়েছেন গত বছর। ২০২৪ সালে আবার অচেনা। তিন সংস্করণ মিলিয়ে টানা ৩২ ইনিংসে করেছেন শুধু এক ফিফটি। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ব্যাপারটি যেন থাকছে না সেভাবে। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ফেরেন ৭ রানে। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে থিতু হয়েও ২৩ রানে উইকেট দিয়ে ফিরলেন। 

মাঠে ছন্দে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের রসিকতায় বেশ আলোচনায় শান্ত। ফেসবুকে সতীর্থদের প্রশংসা ও শুভেচ্ছা জানিয়ে মিরপুর টেস্টের দুই দিনে দুটি পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ব্যাটে রান না থাকায়, পোস্ট দিয়েও যেন বিপাকে তিনি। 

টেস্ট শুরু হওয়ার আগে সাকিব আল হাসানের বিদায়ী টেস্টের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়! চিন্তা করছি, প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’ দ্রুত আউট হওয়ার পর সমর্থকেরা তাই মজা করে মন্তব্য করছেন, শান্তর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তাড়া। তাই দ্রুত ড্রেসিংরুমে ফিরছেন। 

গতকাল টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারকে শুভ কামনা জানিয়ে শান্ত ফেসবুকে লেখেন, ‘বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি। ফরম্যাট যেটাই হোক সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল। দলের জন্য আপনি সব সময় নিজের সেরাটা দিয়েছেন, আশা করি সামনে এর থেকেও বেশি দেবেন। ২০০ উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা, ২০০কে দ্রুত ৩০০-৪০০ হতে দেখতে চাই।’ 

আজ দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রান করলেন মুশফিকুর রহিম। দিনের খেলা শেষে মি. ডিপেন্ডেবলখ্যাত মুশফিককে অভিনন্দন জানিয়ে শান্ত ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে অনুপ্রেরণার সংজ্ঞা তুমি! টেস্টে ৬০০০ রান করার জন্য অনেক অনেক অভিনন্দন মুশফিকুর রহিম ভাই...।’

পাকিস্তান সফর চলার সময়ে সাকিব আল হাসানকে নামে হত্যা মামলার আসামি করায় জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই সরব হয়েছিলেন ফেসবুকে। তবে সাকিবের বিদায়ী টেস্টের প্রসঙ্গে একেবারে নীরব থেকেছেন তাঁরা। ফেসবুকেও কোনো প্রতিক্রিয়া নেই তাঁদের। কেন নেই সে ব্যাখ্যায় দক্ষিণ আফ্রিকা সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘তিনি যদি এখান থেকে শেষ করতে পারতেন ভালো হতো ৷ এখন সব মনোযোগ রাখার চেষ্টা করছি এই টেস্টে ৷ এখান থেকে যত কথা বলি, সম্ভাবনা কম (সাকিবের বিদায়ী টেস্ট খেলা)।জানি কেন তিনি আসতে পারছেন না ৷ এখন যে অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়! চিন্তা করছি, প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

সেকশন