হোম > খেলা > ক্রিকেট

আম্পায়ারিংয়ে উন্নতির আহ্বান বিসিবির সাবেক সাধারণ সম্পাদকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরোয়া ক্রিকেটে প্রশ্নবিদ্ধ, পক্ষপাত আম্পায়ারিংয়ের অভিযোগ নতুন নয়। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আম্পায়ারিংয়ে উন্নতি করার আহ্বান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টুর। 

গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের (বিসিসিএ) সমাপনী সেমিনারে মোজাফফর বলেন, ‘একজন কাউন্সিলর হিসেবে সর্বশেষ এজিএমে বলেছিলাম, দেশের আম্পায়ারিংয়ের মান ভালো নয়। এখানে উন্নতি করতে হবে। বিসিবি উদ্যোগ নিলে অবশ্যই আম্পায়ারিং ভালো জায়গায় যাবে।’ 

দেশের ক্রিকেট এক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে গত ছয় মাসে। মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতলেও দেশের ক্রিকেটকাঠামোর দুর্বলতা থেকেই যাচ্ছে। এ নিয়ে যখন গঠনমূলক সমালোচনা হয়, সেসব বিসিবিকে স্বাভাবিকভাবে দেখার আহ্বান গাজী আশরাফ হোসেন লিপুর। বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক বললেন, ‘আমরা সবাই একই নৌকায় আছি। এর মধ্যে কেউ হয়তো ক্রিকেট বোর্ডের সমালোচনা করছি, তবে সেটা ভালোর জন্য। সমালোচনাটা নিতে হবে। অনেকে নিতে না পেরে পাল্টা প্রতিক্রিয়া জানায়, এটা ভুল। বুঝতে হবে আমরা সবাই নৌকাটা তীরে নিয়ে যেতে চাই।’

কোচদের এই প্রশিক্ষণশালায় উপস্থিত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আপনাদের আর বেশি বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না। এখানে যে প্রতিভাবান কোচরা আছেন, তাঁরাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেবেন।’

গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত কোচ ওসমান খান, বিসিবি পরিচালক নজিব আহমেদ ও বিসিসিএর প্রধান সমন্বয়ক আমিরুজ্জামান আমির বাবু।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন