ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সময় ঘড়িতে দুপুর ১২টা ১ মিনিটে। সেই সময় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দিয়েছেন শোয়েব মালিক। চমকে দেওয়া খবরটি হচ্ছে নিজের নতুন বিয়ের। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক।
স্ট্যাটাস দেওয়ার ঘণ্টা দেড়েক পরই মাঠে নেমে যেতে হয় মালিককে। এবারের বিপিএলে পাকিস্তানি অলরাউন্ডার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। রংপুর রাইডার্সের বিপক্ষে দিনটা মালিকের জন্য ছিল মনে রাখার মতই। রংপুরের বিপক্ষে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। বরিশালের জয়ের ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন শোয়েব। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৩ হাজার রান করেছেন তিনি। ১৮ বলে ২ চারে ১৭ রান করেছেন আজ। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি লিগ—সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাকিস্তানি অলরাউন্ডের রান ১৩০১০। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫২৬ ম্যাচের ক্যারিয়ারে তাঁর গড় ৩৬.৩৯ ও স্ট্রাইকরেট ১২৭.৭৮। ফিফটি করেছেন ৮২ বার।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবার ওপরে আছেন ক্রিস গেইল। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। ৪৬৩ ম্যাচের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটারের গড় ৩৬.২২ ও স্ট্রাইকরেট ১৪৪.৭৫। ২২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৮৮ ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন, চার ও পাঁচে কাইরন পোলার্ড, বিরাট কোহলি ও অ্যালেক্স হেলস। যার মধ্যে ১২ হাজার রান থেকে ৬ রান দূরে আছেন কোহলি।
অনেক দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন আরেকটি ইনিংস শুরুর কথা জানিয়েছেন মালিক। নতুন বিয়ের দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই অবদান রেখেছেন মালিক। ১ ওভার বোলিংয়ে ৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ফিল্ডিংয়ে ১ ক্যাচও ধরেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১৩০১০
কাইরন পোলার্ড: ১২৪৫৪
বিরাট কোহলি: ১১৯৯৪
অ্যালেক্স হেলস: ১১৮০৭
* ২০২৪-এর ২০ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ পর্যন্ত