Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতে ভারতের অপেক্ষা ঘোচানোর বছর

সময় চলে যায়, রেখে যায় স্মৃতি। দুঃস্মৃতিও। বিদায়ী বছরের ক্রীড়াঙ্গনের সেসব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে ধারাবাহিক এই বর্ষপরিক্রমা। আজ শেষ পর্বে আন্তর্জাতিক ক্রিকেট।

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টিতে ভারতের অপেক্ষা ঘোচানোর বছর

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

গত জুনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। আইসিসি ট্রফির জন্য দেশবাসীর ১১ বছরের অপেক্ষা ঘুচিয়ে ফাইনাল শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ডের রানবন্যা

এ বছর এক ইনিংসে সর্বোচ্চ রান ইংল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে মুলতানে জো রুটের ২৬২ ও হ্যারি ব্রুকের ৩১৭ রানের সুবাদে ইংলিশরা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৮২৩ রানে। এর আগে পাকিস্তান করে ৫৫৬ রান। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস ২২০ রানে থামিয়ে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে জেতে ইনিংস ও ৪৭ রানে।

কামিন্দুর কীর্তি

দুই বছর পর টেস্টে ফিরেই স্বপ্নের মতো বছর কাটিয়েছেন কামিন্দু মেন্ডিস। গলে গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২* রানের ইনিংস খেলেন তিনি। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলছেন এই লঙ্কান ব্যাটার।

ভারতের মাঠে ভারতকে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড এবারই প্রথম ধবলধোলাই করেছে। ছবি: এএফপি
ভারতের মাঠে ভারতকে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড এবারই প্রথম ধবলধোলাই করেছে। ছবি: এএফপি

কিউইদের ‘প্রথম’

ভারত গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জয়—গত অক্টোবর-নভেম্বরে সে অবিশ্বাস্য কাজটিই করে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো টেস্টে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে। এর আগে গত সাত দশকে ভারতে কিউইদের জয় ছিল মাত্র ২টি। এর সর্বশেষটি ১৯৮৮ সালে, ওয়াংখেড়েতে।

জিম্বাবুয়ের ৩৪৪

গত অক্টোবরে নাইরোবিতে বিশ্বকাপ বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করে জিম্বাবুয়ে। ম্যাচটি তারা জেতে ২৯০ রানে, যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ব্যবধানে জয়ের রেকর্ডও।

শামারের আবির্ভাব

শামার জোসেফ—বছরের শুরুতে নামটি চমকে দেয় ক্রিকেট বিশ্বকে। গায়ানার এক নিভৃত গ্রাম থেকে উঠে আসা এই পেসারের বীরত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে অজিদের বিপক্ষে ২১ বছর পর টেস্ট জয়েরও স্বাদ পায় ক্যারিবীয়রা।

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত