ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সফরের কথা শুনলেই ভারতীয় ক্রিকেট দলের নাটকের ঘটনা বহু পুরোনো। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় যখন ঘনিয়ে আসছে, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো পাকিস্তান সফর নিয়ে কোনো সবুজ সংকেত দেয়নি।
পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের বরাতে জানা গেছে, ভারতের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে। হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে ভারতকে দিতে হবে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের অংশগ্রহণ নিয়ে। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেল ভারতের প্রতি পাকিস্তানের এই কঠোরতার ব্যাপারে। এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলে শোনা গেছে।
সাধারণত আইসিসি তিন মাস আগে যেকোনো মেজর টুর্নামেন্টের সূচি প্রকাশ করে। ক্রিকেটের অভিভাবক সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করলেও কয়েক মাস আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ সূচি ফাঁস হয়েছে। সেই সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা। ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানে কোনো এক অনুষ্ঠানে ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে সূচি প্রকাশ করা হতে পারে। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো লাহোরে রেখেই সূচি করা হবে। যদি ভারত প্রত্যাখ্যান করে, তাহলে আইসিসির বিকল্প ভাবনা রয়েছে বলে ধারণা পাওয়া গেছে।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা সালমান নাসির গত কদিন ধরেই দুবাইয়ে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। বোর্ড সভাপতি মহসিন নাকভিও এই আলোচনায় আগে যোগ দিয়েছিলেন আগে। চ্যাম্পিয়নস ট্রফির সূচি চূড়ান্ত করতে তারা কতটা উদগ্রীব, সেটা পিসিবি কর্মকর্তাদের ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে।
করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি-এই তিন ভেন্যু প্রস্তাব করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য। ভেন্যুগুলোর সংস্কার কার্যক্রম পুরোদমে চলছে। ৩০ ডিসেম্বর যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আইসিসির এক প্রতিনিধিও ইভেন্ট শুরুর আগে শেষ দফা পর্যবেক্ষণ করতে শিগগিরই পাকিস্তানে আসবেন।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
পাকিস্তানে সবশেষ ভারতীয় ক্রিকেট দল সফর করেছে ২০০৮ সালে এশিয়া কাপে। পরবর্তীতে নিরাপত্তার অজুহাত দিয়ে বারবার পাকিস্তান সফর প্রত্যাখ্যান করে আসছে বিসিসিআই। ২০২৩ এশিয়া কাপই জ্বলন্ত উদাহরণ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে টুর্নামেন্ট। বিরাট কোহলি-রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছেন শ্রীলঙ্কায়।