হোম > খেলা > ক্রিকেট

দুটি উপায়ে সেমিফাইনাল খেলতে পারে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে মানেই তো হলদে জার্সির অস্ট্রেলিয়া। বছরও হয়নি গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। এর মধ্যে ঘরের মাঠে আবারও অজিদের সামনে সুযোগ এসেছিল শিরোপা ধরের রাখার। কিন্তু সেই আশা যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে অ্যারন ফিঞ্চদের। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে কিনা, সেই শঙ্কায় আছে স্বাগতিকেরা। শেষ চারে খেলতে তাদের সামনে কেবল দুটি পথ খোলা আছে। 

আজ অ্যাডিলেডে আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ-১ এ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাতেও অবশ্য তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত নয়। অ্যারন ফিঞ্চের দলকে তাকিয়ে থাকতে হচ্ছে আগামীকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। এই ম্যাচে ইংল্যান্ড হারলেই কেবল সেমিফাইনাল খেলতে পারবে অজিরা। স্বাগতিকদের সেমিতে ওঠার অন্যতম উপায় হচ্ছে এটি। 

দ্বিতীয় উপায় হচ্ছে, সিডনিতে ইংল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়। তাহলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে। এতে লঙ্কানদের হবে ৫ পয়েন্ট এবং ইংলিশদের ৬। যদিও আগামীকাল সিডনির আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 

জিতলে সেমিতে চলে যাবে ইংলিশরা। আজ আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৪ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এতে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দলটি। কিন্তু জয়ের ব্যবধান কম হওয়ায় নেট রান রেটে তারা ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে। অস্ট্রেলিয়ার নেট রান রেট-০.১৭৩। ৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইংল্যান্ডের নেট রান রেট +০.৫৪৭। অর্থাৎ, শ্রীলঙ্কাকে কোনোরকম হারাতে পারলেই সেমিতে চলে যাবে ইংল্যান্ড। যদি শ্রীলঙ্কা ইংলিশদের হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। 

গ্রুপ–১ এ থেকে সবার আগে আজ সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। কেন উইলিয়ামসনদের নেট রান রেট +২.১১৩।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল