ক্রীড়া ডেস্ক
বয়স ৪০ পেরোলেও ক্রিকেটটা বেশ উপভোগ করছেন শোয়েব মালিক। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই তিনি খেলে বেড়াচ্ছেন। এবার ডোয়াইন ব্রাভোর একটা রেকর্ডকে তাড়া করছেন পাকিস্তানি এই ব্যাটার।
প্রেমাদাসায় গত পরশু লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে মুখোমুখি হয় জাফনা কিংস ও কলম্বো স্টার্স। টস হেরে আগে ব্যাটিং পেয়ে কলম্বো করেছিল ৫ উইকেটে ১৬৩ রান। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ বল আগে ২ উইকেটের জয় পায় জাফনা। জাফনার এই শিরোপা জয়ের সঙ্গে ক্যারিয়ারের ১৫ তম টি-টোয়েন্টি শিরোপা জিতলেন মালিক। ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রফি হাতে ভিডিও পোস্ট করে পাকিস্তানি এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমি এখনো ফুরিয়ে যাইনি।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন ডোয়াইন ব্রাভো। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ১৬টি শিরোপা জিতেছেন ব্রাভো। ২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জিতলে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের রেকর্ডে ভাগ বসাবেন মালিক।
এবারের এলপিএলে ১০ ম্যাচ খেলেন মালিক। ২১ গড় ও ১২৪.৫৭ স্ট্রাইকরেটে করেন ১৪৭ রান। তাতে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে ১২ হাজার রান করেন মালিক। ৪৯১ ম্যাচে ৩৬.০৭ গড় ও ১২৭.৩১ স্ট্রাইকরেটে করেন ১২ হাজার ৪৯ রান করেন পাকিস্তানি এই অলরাউন্ডার।