সেঞ্চুরির পর চিৎকার করলেন। শূন্যে হাত ছুড়লেন। তারপর সিজদাহ করলেন পিচে। সেই ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি দিয়ে আজ ফুরোল তাঁর ১৬ মাসের অপেক্ষা। একটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। বাংলাদেশের প্রথম ইনিংসের ১১৬তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে ফাইন লেগে গ্ল্যান্স করে নিলেন ২ রান। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিকে শোনালেন তাঁর গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগ আউট থেকে সাকিব আল হাসানসহ পুরো দল মুহূর্মুহু করতালি দিতে থাকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে মুশফিককে অপেক্ষা করতে হয়েছে ১৬ মাস। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে একের পর এক রেকর্ড নামের পাশে যোগ করছেন মুশফিক। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ১৫১৯২ রান করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক তামিম। মুশফিক এখনো পর্যন্ত করেছেন ১৫০৬৯ রান। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। বিদেশের মাঠে ৫ টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক। তামিম ঘরের বাইরে টেস্টে করেছেন ৪ সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আজ শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু লিটন দাসের উইকেট। যে নাসিম শাহকে বেধড়ক পিটিয়ে ফিফটি করেন লিটন, তাঁর বলেই আত্মাহুতি দিয়েছেন তিনি (লিটন)। ১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান লিটন। আউটসাইড এজ হওয়া বল ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। ৬ উইকেটে ৩৮৯ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ। ২০৮ বলে ১০১ রান করে অপরাজিত মুশফিক। চার মেরেছেন ১২টি।
বিদেশের মাঠে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করতে মুশফিকের অপেক্ষা বাড়তেই পারত। ৯৮তম ওভারের চতুর্থ বলে তাঁর (মুশফিক) বিপক্ষে লেগবিফোরের আবেদন করেন মোহাম্মদ আলী। আম্পায়ার সাড়া দিলে এরপর রিভিউ করেন মুশফিক। রিভিউতে দেখা যায় বল স্টাম্প মিস করেছে। মুশফিকের তখন স্কোর ছিল ৫৯ রান।
আরও খবর পড়ুন:
- বিদেশ সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তাকে বাদ দিলেন উপদেষ্টা
- মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প: ৬ জনের চক্রে হাপিস ৫০০ কোটি
- ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি
- চীনকে টপকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত
- ৭ সাংবাদিকের নামে হত্যা মামলা
- ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
- ইউনূস-হাসিনার বিরোধ কবে থেকে
- বন্যায় ভাসছে দেশ, গুজবে সয়লাব ফেসবুক
- মোদির কৌশলে প্রতিবেশীদের কাছে বিপন্ন ভারতের ভাবমূর্তি
- ভারতে যাওয়ার পথে বেনাপোল বন্দরে আটক যশোর জেলা ছাত্রলীগের সম্পাদক
- পার্লামেন্টে জোট বাঁধছে চিরপ্রতিদ্বন্দ্বী পিটিআই ও জেইউআই-এফ
- ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানির বিষয়ে ভিআইপিদের জিজ্ঞাসাবাদ করছে ডিএমপি
- বিসিবিকে হাজার কোটির ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ নির্মাণ বন্ধের নির্দেশ
- ইন্টারনেট সেবা বন্ধ: সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে মামলা খারিজ
- ১৫ হাজার ক্লাবে মুশফিক, শীর্ষে ওঠার অল্প দূরে
- আবেদনের যোগ্যতা না থাকা সেই প্রার্থী এখন শাবিপ্রবির শিক্ষক
- এক বছরের মধ্যেই ভেঙে পড়তে পারে ইসরায়েল: সাবেক জেনারেল
- যত দ্রুত সম্ভব বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি: নেপাল
- বাংলাদেশের কাছে বিদ্যুতের ৮০ কোটি ডলার পায় আদানি: গভর্নর
- বিক্ষোভের মুখে যমুনা থেকে বের হতে পারেনি প্রধান উপদেষ্টার গাড়িবহর
- অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করার পর ফিরিয়ে আনল শিক্ষার্থীরা