হোম > খেলা > ক্রিকেট

ফাইনাল হারের ক্ষত শুকাতে সময় লাগবে, বলছেন সূর্য

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা অন্যরকম হতে পারত ভারতের। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপ জিততে না পারায় পুরো ভারত এখন বিমর্ষ। বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা ভারতকে ফাইনালে মাটিতে নামিয়ে দেয় অস্ট্রেলিয়া। 

অজিদের কাছে বিশ্বকাপ হারানোর ক্ষত নিশ্চিতভাবেই অনেক দিন পোড়াবে ভারতকে। সেটা স্বীকারও করেছেন আজ থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্বে থাকা সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটারের মতে, এই ক্ষত শুকাতে বেশ সময় লাগবে। 

আজ বিশাখাপট্টমে প্রথম টি-টোয়েন্টি শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন সূর্য। ভারতীয় ব্যাটার বলেছেন, ‘এটি বর্ণনা করা কঠিন। ক্ষত শুকাতে সময় লাগবে। এটি এমন না, সকালবেলা ঘুম থেকে উঠলেন এবং যা হয়েছে সবকিছু ভুলে গেছেন। এটি দীর্ঘ এক টুর্নামেন্ট ছিল। জিততে (বিশ্বকাপ) পারলে দারুণ হতো।’ 

সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে হবে এমন দৃঢ়প্রত্যয়ী সূর্য বলেছেন, ‘সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে হবে। এটি নতুন এক দল, ছেলেরা নতুন এবং ভালো শক্তি আছে দলে। আমরা টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করতে উন্মুখ আছি।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন