জো রুটের অফস্ট্যাম্পে থাকা বলটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ড্রাইভ করেছিলেন অ্যালেক্স ক্যারি। তবে শর্ট কাভারে থাকা বেন স্টোকস এই ক্যাচ লুফে নিয়েই গড়ে ফেললেন অনন্য এক রেকর্ড। টেস্টে ৫ হাজার রান, ১৫০ উইকেট ও ১০০ ক্যাচ—এই কীর্তি ছিল শুধু স্যার গারফিল্ড সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের। এবার এই তিন কিংবদন্তি অলরাউন্ডারের পাশে বসলেন স্টোকসও। টেস্টে ৬০৭৫ রান, ১৯৭ উইকেট নিয়েছেন তিনি, এবার পেলেন শততম ক্যাচটিও।
নিয়মিত বোলার না হলেও ক্যারির বিপক্ষে পরিসংখ্যান বেশ ভালো রুটের। অস্ট্রেলিয়ান উইকেটরক্ষককে এ নিয়ে টেস্টে চারবার আউট করলেন তিনি। সমান রেকর্ড আছে তাঁর সতীর্থ ক্রিস ওকসেরও। সর্বোচ্চ পাঁচবার ক্যারিকে সাজঘরে ফিরিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে রুটের বিপক্ষে ক্যারির পরিসংখ্যানটা এমন—১০২ বল মুখোমুখি হয়ে করতে পেরেছেন ৪৭ রান, গড় ১১.৭৫। তার মধ্যে ১০ রান আজকে।
কচ্ছপগতির ব্যাটিংয়ের আভাসটা প্রথম দিনই দিয়েছিল অস্ট্রেলিয়া। ১ উইকেটে ৬১ রান করতেই কাটিয়ে দিয়েছিল ২৫ ওভার। আজ দিন শুরু করে ওপেনার উসমান খাজা ও মানাস লাবুশেনে তো ব্যাটই তুললেন না! এই জুটির রানরেট ১.৬১। অ্যাশেজে ১৫০ বল মুখোমুখি হয়েছেন এমন সর্বনিম্ন জুটির মধ্যে এটিই এখন শীর্ষে। দ্বিতীয় উইকেটে তাঁদের ১৫৬ বলে ৪২ রানের জুটি ভাঙেন মার্ক উড। ৮২ বলে ৯ রান করে ফেরেন লাবুশেনে। তাঁর স্ট্রাইকরেট ছিল ১০.৯৭, যা অ্যাশেজে ৭৫ বল মুখোমুখি হয়েছে এমন অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বনিম্ন।
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট ড্র হওয়ায় অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ওভালে জিতলে ২-২ ব্যবধানে সিরিজ হার এড়াবে ইংল্যান্ড। আর অজিরা জিতলে ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিতবে তারা।