হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপ এক দেশেই হওয়া উচিত, মুরালি বললেন

নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে

‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ সন্দেহ নেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) উর্বর মস্তিষ্কেরই ফসল। পাকিস্তানে গিয়ে ভারত খেলবে না বলে মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টটিকে বাতিল হওয়ার হাত থেকে বাঁচাতেই বেছে নেওয়া হয়েছে ‘হাইব্রিড মডেল’।

কিন্তু এই মডেল পছন্দ নয় স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কার সাবেক এই স্পিনারের যুক্তি, দুই দেশে খেলতে গিয়ে ক্রিকেটে খেলোয়াড়দের মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়েছে।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘৮০০ ’-এর ট্রেলার। শ্রীলঙ্কা-ভারত ম্যাচ চলার সময় সেই সিনেমার প্রচারণায় কলম্বোর প্রেমাদাসার ধারাভাষ্যকক্ষে এসেছিলেন মুরালিধরন। স্টেডিয়ামে অবস্থানকালেই ‘৮০০’ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছেন তিনি। যেখানে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁর মতামত—এশিয়া কাপ এক দেশেই হওয়া উচিত। তাঁর ভাষায়, ‘দুই দেশে এশিয়া কাপ হওয়ায় খেলোয়াড়দের মনোযোগে বিঘ্ন ঘটেছে। অন্তত আমি মনে করি এটা। একটা দেশেই হওয়া উচিত এশিয়া কাপ।’

কেন হওয়া উচিত সেটা তো সবাই দেখেছে। ভারত শুধু শ্রীলঙ্কায় খেললেও বাকি পাঁচ দল-বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানকে দুই দেশেই যাতায়াত করতে হয়েছে। কোনো কোনো দলকে তো এক ম্যাচ শ্রীলঙ্কায় খেলেই পাকিস্তানে যেতে হয়েছে। কোনো দলকে পাকিস্তানে খেলেই আসতে হয়েছে শ্রীলঙ্কায়। এই ‘আসা-যাওয়া’র একটা ধকল আছে। ভ্রমণক্লান্তির চেয়েও বড় যে অসুবিধা, সেটা হলো ক্রিকেটে মনোযোগটা ধরে রাখা। তাই টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিকের আশা, ‘ভবিষ্যতে আমার মনে হয় একটা দেশেই হবে।’ 

মুত্তিয়া মুরালিধরনের পুরো সাক্ষাৎকার পড়ুন মঙ্গলবারের আজকের পত্রিকায়।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন