হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে ম্যাচের আগে আইসিসির ‘পুরস্কার’ পেলেন আফগান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২২: ৪৭
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ২৪৬ রানের ইনিংস খেলেন হাশমাতুল্লাহ শাহিদী। ছবি: এএফপি

বুলাওয়েতে জিম্বাবুয়ে-আফগানিস্তান প্রথম টেস্টে হয়েছে রানের বন্যা। ১৪২৭ রানের বক্সিং ডে টেস্টে রেকর্ড গড়া ইনিংস খেলেন হাশমাতুল্লাহ শাহিদী। একই মাঠে আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার পেলেন তিনি।

নতুন বছরের প্রথম দিন আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে সাপ্তাহিক র‍্যাঙ্কিং। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন শাহিদী। তাঁর মতো লাফ দিয়েছেন আরেক আফগান ব্যাটার রহমত শাহ। ২১ ধাপ এগিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের ৫২ নম্বর ব্যাটার এখন রহমত। শাহিদী ও রহমতের রেটিং পয়েন্ট ৫০৩ ও ৫৩৩। দুজনেই বুলাওয়েতে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন। আফগান ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস শাহিদী খেলেন এই ম্যাচেই। আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি এই বাঁহাতি ব্যাটারের।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আফগানিস্তানের বিপক্ষে রানবন্যার প্রথম টেস্টে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের তিন ব্যাটার ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামস। যাঁদের মধ্যে আরভিন, উইলিয়ামসের আজ হালনাগাদ করা আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন উইলিয়ামস। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৩। পাঁচ ধাপ এগিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের ৪৭ নম্বর ব্যাটার এখন আরভিন। প্রথম টেস্টে তিনি ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন শাহিদী। বুলাওয়েতেই আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে তারা এই দুটি টেস্ট খেলবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ে-আফগানিস্তান। দুটি সিরিজ জেতে আফগানিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে আফগানরা। ওয়ানডে সিরিজ আফগানরা জেতে ২-০ ব্যবধানে। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। সাদা বলের ক্রিকেটের ছয় ম্যাচই হয়েছে হারারেতে।

পাকিস্তানকে ধবলধোলাই করে ছাড়ল প্রোটিয়ারা

মানসিক স্বাস্থ্য ভালো নেই জাহানারার, তাঁকে ছাড়া দল ঘোষণা

দর্শকপূর্ণ স্টেডিয়াম, মন ভরাতে পারেনি সিলেটের খেলা

ব্যাটারের মাথার ওপর ৫০০ রুপির বান্ডিল উড়িয়ে দিলেন দর্শক