বাংলাদেশ-ভারত সিরিজের দামামা বেজে গেছে অনেক আগেই। এখন শুধু দুই দলের ২২ গজে নামার অপেক্ষা। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে আজ জানা গেল সম্প্রচারক চ্যানেলের নাম।
চেন্নাইয়ে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১০টায় প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ভারত। এশিয়ার এই দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি। টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারতের খেলা। র্যাবিটহোল বিডি ডট কম আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, অনলাইনে তারা সিরিজটি সম্প্রচার করছে। এমনকি হাইলাইটসও দেখা যাবে। ফেসবুক পেজে তারা অনলাইন স্ট্রিমিং লিংক দিয়েছে।
কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।