হোম > খেলা > ক্রিকেট

ভ্রমণেও মুমিনুলদের ‘টেস্ট’

নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দলের এবারের দেশে ফেরাটা টেস্ট ক্রিকেটের মতো দীর্ঘ এক পথ। জটিল এই যাত্রায় ক্রিকেটারদের ভালোই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আজ সকাল ৯টায় নিউজিল্যান্ড থেকে রওনা দিয়েছেন মুমিনুল হকরা। প্রায় ৩৪ ঘণ্টার ভ্রমণ শেষে আগামীকাল বিকেলে দেশে পৌঁছানোর কথা তাঁদের। 

ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ডে পৌঁছে দিনের বাকি সময় সেখানেই কাটিয়ে দেবে বাংলাদেশ দল। এরপর রাতের ফ্লাইটে পৌঁছাবে মালয়েশিয়ায়। সেখান থেকে আবার দুবাইয়ে পৌঁছে পাঁচ ঘণ্টার যাত্রাবিরতি। অতঃপর মরুর দেশ থেকে আগামীকাল বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা।

দীর্ঘ এই যাত্রায় ক্লান্তির মধ্যেই অবশ্য প্রাপ্তি খুঁজে নিতে পারে মুমিনুল-মুশফিক-লিটনরা। আগের সফরগুলোতে যা পারেনি, এবার সেটিই যে করে দেখিয়েছে মুমিনুল হকের দল। একাধিকবার নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রতিবারই অর্জনের খাতায় ছিল বড় একটা 'গোল্লা'। কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। 

নিউজিল্যান্ড থেকে এবারের ফেরার ছবিটা অন্যরকম। প্রথমবারের মতো কিউইদের ডেরায় জয়ের স্মৃতি নিয়ে ফিরছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা জয়ের সঙ্গে সিরিজ ড্র। এই ক্লান্তির ভ্রমণেও তাই মুমিনুল-লিটনদের মনে হয়তো কিছুটা প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন