হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে লিটনকে বসিয়ে রাখা ভালো লাগছে না সুজনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার প্রথমবার আইপিএলে খেলতে গেছেন লিটন দাস। লিটন সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের কারণে একটু দেরিতে কলকাতার সঙ্গে যোগ দেন তিনি। তবে এখন পর্যন্ত তাঁকে একটির বেশি ম্যাচ খেলায়নি কলকাতা।

একমাত্র ম্যাচটিতে ব্যাটিংয়ে ৪ রান করেন লিটন। সবচেয়ে বেশি হতাশ করেছেন উইকেটকিপিংয়ে। দুটি স্টাম্পিং মিস করেন তিনি। এরপর গত দুই ম্যাচ আর একাদশে লিটন সুযোগ পাননি। লিটনের এভাবে বেঞ্চে বসে থাকা ভালো লাগছে না খালেদ মাহমুদ সুজনের।

বিসিবির পরিচালক সুজন আজ মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড়.... । হয়তোবা ওর জন্যও চাপের ম্যাচ ছিল, যত বড় খেলোয়াড়ই হোক, আইপিএলে ওর প্রথম ম্যাচ। ওর জন্য চাপের ব্যাপারটা তো ছিলই। তবে আশা করেছিলাম লিটন আরেকটা সুযোগ পাবে। সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরবে।’

এক ম্যাচ খেলিয়েই লিটনকে বাদ দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। লিটন বাংলাদেশের খেলোয়াড় বলেই এমনটা হয়েছে বলে মনে করেন কেউ কেউ। সুজন অবশ্য ব্যাপারটা এভাবে দেখছেন না, ‘এটা (এক ম্যাচ খেলিয়েই বাদ) বাংলাদেশ বলেই কি না, আমি জানি না। টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে, যে ছেলেটা এখন কিপিং করছে, স্থানীয় একটা ছেলে, এ জন্য কলকাতা বাড়তি একটা বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে পারছে। তবে আমি আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। সত্যি কথা বলতে, লিটনকে বসে থাকতে দেখে ভালো লাগছে না।’

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন